কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। বেড়েছে চোরাচালানও। তবে হত্যাকাণ্ডের ঘটনা কমেছে। জেলা প্রশাসনের তথ্যে জানা গেছে, ১৩ মার্চ থেকে গতকাল রোববার পর্যন্ত এক মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৪১টি। এর আগের মাস ফেব্রুয়ারিতে মামলা হয়েছিল ১৭টি। ফেব্রুয়ারির ৪টি থেকে বেড়ে চোরাচালান মামলার সংখ্যা মার্চে হয়েছে ১২টি। ফেব্রুয়ারিতে ১১টি খুন হলেও গত এক মাসে ৩টি খুনের ঘটনা ঘটেছে।
এদিকে গতকাল রোববার জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। সভায় এসব অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়।
তথ্য বলছে, গত এক মাসে জেলায় একটি ডাকাতি, তিনটি খুন, ১৪টি চুরি, ৯টি অস্ত্র মামলা, ১২টি চোরাচালান, ২৭৫টি মাদকদ্রব্য মামলাসহ ৪৬৩টি অপরাধ সংগঠিত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছিল ৪২২টি অপরাধ।
নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির ঘটনা প্রসঙ্গে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাম্মদ কানিজ তাজিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালীন বেকারত্ব বেড়ে যাওয়া, অভাব অনটন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সব মিলিয়ে পারিবারিক কলহ বেড়েছে। ফলে নারী নির্যাতনের ঘটনাও বাড়ছে। এ বিষয়ে আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লায় সচেতনতামূলক সভা, উঠান বৈঠক করছি। এ ব্যাপারে সবাইকে আরও সহনশীল ও সচেতন হতে হবে।’
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১২৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫৮টি মামলা দায়ের করা হয়। এ সময় ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৮২টি। মামলা ছিল ৪১৫টি এবং ৪৬ লাখ ১০ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে গত এক মাসে জেলা টাস্কফোর্স ১৮টি অভিযানে আট মামলায় আটজনকে গ্রেপ্তার এবং ৩৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়। জেলা পুলিশের ৩ হাজার ২২৬ অভিযানে ২১১ মামলায় ২৪৮ জন গ্রেপ্তার এবং ২ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ১০০ টাকার মালামাল জব্দ করা হয়। বিজিবির ১ হাজার ৭৬৫ অভিযানে ২২৯ মামলা করা হয়। জব্দ করা হয় ৪ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকার মালামাল। র্যাব-১১ গত এক মাসে ৪৫ অভিযানে ৪৫ মামলায় ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ১২০ টাকার মালামাল জব্দ করা হয়। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
গতকালের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহম্মেদ, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহম্মেদ জানান, গত এক মাসে জেলা পুলিশ ১ হাজার ৭৫৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। তা ছাড়া সাজাপ্রাপ্ত ১৫৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সবাইকে আরও সচেতন হতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে।
সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নগরীর যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। এগুলো বাস্তবায়নে জেলা ট্রাফিক পুলিশ, ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া গত সভার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
কুমিল্লায় ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। বেড়েছে চোরাচালানও। তবে হত্যাকাণ্ডের ঘটনা কমেছে। জেলা প্রশাসনের তথ্যে জানা গেছে, ১৩ মার্চ থেকে গতকাল রোববার পর্যন্ত এক মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৪১টি। এর আগের মাস ফেব্রুয়ারিতে মামলা হয়েছিল ১৭টি। ফেব্রুয়ারির ৪টি থেকে বেড়ে চোরাচালান মামলার সংখ্যা মার্চে হয়েছে ১২টি। ফেব্রুয়ারিতে ১১টি খুন হলেও গত এক মাসে ৩টি খুনের ঘটনা ঘটেছে।
এদিকে গতকাল রোববার জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। সভায় এসব অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়।
তথ্য বলছে, গত এক মাসে জেলায় একটি ডাকাতি, তিনটি খুন, ১৪টি চুরি, ৯টি অস্ত্র মামলা, ১২টি চোরাচালান, ২৭৫টি মাদকদ্রব্য মামলাসহ ৪৬৩টি অপরাধ সংগঠিত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছিল ৪২২টি অপরাধ।
নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির ঘটনা প্রসঙ্গে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাম্মদ কানিজ তাজিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালীন বেকারত্ব বেড়ে যাওয়া, অভাব অনটন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সব মিলিয়ে পারিবারিক কলহ বেড়েছে। ফলে নারী নির্যাতনের ঘটনাও বাড়ছে। এ বিষয়ে আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লায় সচেতনতামূলক সভা, উঠান বৈঠক করছি। এ ব্যাপারে সবাইকে আরও সহনশীল ও সচেতন হতে হবে।’
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১২৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫৮টি মামলা দায়ের করা হয়। এ সময় ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৮২টি। মামলা ছিল ৪১৫টি এবং ৪৬ লাখ ১০ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে গত এক মাসে জেলা টাস্কফোর্স ১৮টি অভিযানে আট মামলায় আটজনকে গ্রেপ্তার এবং ৩৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়। জেলা পুলিশের ৩ হাজার ২২৬ অভিযানে ২১১ মামলায় ২৪৮ জন গ্রেপ্তার এবং ২ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ১০০ টাকার মালামাল জব্দ করা হয়। বিজিবির ১ হাজার ৭৬৫ অভিযানে ২২৯ মামলা করা হয়। জব্দ করা হয় ৪ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকার মালামাল। র্যাব-১১ গত এক মাসে ৪৫ অভিযানে ৪৫ মামলায় ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ১২০ টাকার মালামাল জব্দ করা হয়। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
গতকালের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহম্মেদ, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহম্মেদ জানান, গত এক মাসে জেলা পুলিশ ১ হাজার ৭৫৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। তা ছাড়া সাজাপ্রাপ্ত ১৫৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সবাইকে আরও সচেতন হতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে।
সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নগরীর যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। এগুলো বাস্তবায়নে জেলা ট্রাফিক পুলিশ, ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া গত সভার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে