বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের শুরুর দিকে নিজের জাত চিনিয়েছিলেন শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শ্যামল। আলোচনায় থাকলেও মাঝে অনেকটা সময় ওটিটিতে তেমন দেখা যায়নি তাঁকে। তবে এ বছরের শুরু থেকে আবার নিয়মিত হয়েছেন। ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ দিয়ে শুরু, এরপর শ্যামলকে দেখা গেছে ‘মহানগর-২’, ‘আন্তঃনগর’, ‘সদরঘাটের টাইগার-২’ সিরিজে। সিরিজ কিংবা ফিল্ম—প্রতিটি ওয়েব কনটেন্টেই অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ বিষয়ে শ্যামল মাওলা বলেন, ‘দর্শক যখন কোনো কাজের প্রশংসা করেন, তখন ভালো লাগে। আরও কাজের অনুপ্রেরণা পাই।’
শিগগির শ্যামলকে দেখা যাবে ভিকি জাহেদের ‘আমি কি তুমি?’ নামের আট পর্বের নতুন একটি সিরিজে। এতে তাঁর বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। একই নির্মাতার দ্য সাইলেন্স ওয়েব সিরিজেও জুটি বেঁধেছিলেন তাঁরা। নতুন সিরিজ নিয়ে শ্যামল মাওলা বলেন, ‘মেহজাবীনের চরিত্রটি ঘিরেই সিরিজের জার্নি। আমরা সেই জার্নির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছি। এর বেশি বললে গল্পের মজা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় সিরিজটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে।’
সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে শ্যামল বলেন, ‘ভিকি জাহেদের নির্দেশনায় মেহজাবীনের সঙ্গে করা দ্য সাইলেন্স সিরিজের অভিজ্ঞতা এবার খুব কাজে লেগেছে। একই টিমের সঙ্গে দ্বিতীয়বার কাজ করলে শিল্পী ও পরিচালক—দুই পক্ষের জন্যই সহজ হয়। সবাই মিলে আরাম করেই কাজটা শেষ করতে পেরেছি।’
ওটিটির সম্ভাবনা নিয়ে জানতে চাইলে শ্যামল মাওলা বলেন, ‘আমরা মাত্র শুরু করেছি। অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আর ভবিষ্যৎ নিয়ে তো আমি বলতে পারব না। কারণ, এর সঙ্গে ব্যবসা জড়িয়ে আছে। যাঁরা এ ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরাই এ বিষয়ে বিশদ বলতে পারবেন। আমি অভিনয়টা নিয়েই থাকতে চাই। ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন চরিত্রে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টাটা করে যেতে চাই।’
‘আমি কি তুমি?’ সিরিজটি ছাড়াও ওটিটিতে আরও কয়েকটি কাজ আসছে শ্যামল মাওলার। তবে এখনই সেসব নিয়ে কথা বলতে চান না তিনি। শুধু জানালেন, দর্শকের জন্য সামনে আরও চমক আছে।
বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের শুরুর দিকে নিজের জাত চিনিয়েছিলেন শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শ্যামল। আলোচনায় থাকলেও মাঝে অনেকটা সময় ওটিটিতে তেমন দেখা যায়নি তাঁকে। তবে এ বছরের শুরু থেকে আবার নিয়মিত হয়েছেন। ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ দিয়ে শুরু, এরপর শ্যামলকে দেখা গেছে ‘মহানগর-২’, ‘আন্তঃনগর’, ‘সদরঘাটের টাইগার-২’ সিরিজে। সিরিজ কিংবা ফিল্ম—প্রতিটি ওয়েব কনটেন্টেই অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ বিষয়ে শ্যামল মাওলা বলেন, ‘দর্শক যখন কোনো কাজের প্রশংসা করেন, তখন ভালো লাগে। আরও কাজের অনুপ্রেরণা পাই।’
শিগগির শ্যামলকে দেখা যাবে ভিকি জাহেদের ‘আমি কি তুমি?’ নামের আট পর্বের নতুন একটি সিরিজে। এতে তাঁর বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। একই নির্মাতার দ্য সাইলেন্স ওয়েব সিরিজেও জুটি বেঁধেছিলেন তাঁরা। নতুন সিরিজ নিয়ে শ্যামল মাওলা বলেন, ‘মেহজাবীনের চরিত্রটি ঘিরেই সিরিজের জার্নি। আমরা সেই জার্নির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছি। এর বেশি বললে গল্পের মজা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় সিরিজটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে।’
সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে শ্যামল বলেন, ‘ভিকি জাহেদের নির্দেশনায় মেহজাবীনের সঙ্গে করা দ্য সাইলেন্স সিরিজের অভিজ্ঞতা এবার খুব কাজে লেগেছে। একই টিমের সঙ্গে দ্বিতীয়বার কাজ করলে শিল্পী ও পরিচালক—দুই পক্ষের জন্যই সহজ হয়। সবাই মিলে আরাম করেই কাজটা শেষ করতে পেরেছি।’
ওটিটির সম্ভাবনা নিয়ে জানতে চাইলে শ্যামল মাওলা বলেন, ‘আমরা মাত্র শুরু করেছি। অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আর ভবিষ্যৎ নিয়ে তো আমি বলতে পারব না। কারণ, এর সঙ্গে ব্যবসা জড়িয়ে আছে। যাঁরা এ ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরাই এ বিষয়ে বিশদ বলতে পারবেন। আমি অভিনয়টা নিয়েই থাকতে চাই। ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন চরিত্রে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টাটা করে যেতে চাই।’
‘আমি কি তুমি?’ সিরিজটি ছাড়াও ওটিটিতে আরও কয়েকটি কাজ আসছে শ্যামল মাওলার। তবে এখনই সেসব নিয়ে কথা বলতে চান না তিনি। শুধু জানালেন, দর্শকের জন্য সামনে আরও চমক আছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে