আব্দুর রাজ্জাক, ঘিওর
শীত এলেই দেশে পরিযায়ী পাখিরা আসে। প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জের ঘিওরের নিলুয়া বিলে পরিযায়ী পাখির আগমন ঘটেছে। বিভিন্ন এলাকা থেকে পাখিপ্রেমীরা দল বেঁধে আসছেন পরিযায়ী পাখি দেখতে।
সরেজমিন গত শনিবার দেখা যায়, শান্ত পানির ওপর কচুরিপানার সবুজ গালিচায় বসে আছে পরিযায়ী পাখির দল। মাঝে মাঝে ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে ডানা মেলে। এসব পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। মানিকগঞ্জের এই নিলুয়া বিল প্রতিবছর শীত মৌসুমে হয়ে উঠে যেন পাখির আবাসস্থল। এবারও এ বিলে আবাস বেঁধেছে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ বহু পরিযায়ী পাখি। তাদের মধ্যে ‘পাতি সরালি’ এর সংখ্যাই বেশি। এবার পাখির সংখ্যা গত বছরের চেয়ে বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াংহাঁস, পাতি সরালি, রাজ সরালি, গ্যাডওয়াল, লেঙজা হাঁস, বালিহাঁস, পাতিকূট, দেশি জাতের শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির নাম না জানা অসংখ্য পাখি, বিল এলাকা মুখর করে তুলছে। এ বছর তিব্বতীয় মানিকচক, সাইবেরিয়ান ফিদ্দাসহ অনেক নতুন অতিথি পাখি চোখে পড়েছে।
সাভার থেকে সপরিবারে পাখি দেখতে আসা নাসরিন শিকদার বলেন, পাখি দেখতে সপরিবারে এসেছি। এবার পাখির সংখ্যা অনেক।
মানিকগঞ্জ জেলা পরিবেশ রক্ষা কমিটির সদস্যসচিব লক্ষ্মী চ্যাটার্জি বলেন, পরিযায়ী পাখিদের বিচরণ নিরাপদ করার জন্য শিকার ও বিক্রি বন্ধ করতে হবে।
ঘিওর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসাইন বলেন, পাখি প্রকৃতির অলংকার। এ অলংকার ধ্বংস করা মানে পরিবেশ ধ্বংস করা।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, শুধু আইন দিয়েই পাখি শিকার বন্ধ করা যাবে না। এ জন্য প্রয়োজন সবার সচেতনতা।
শীত এলেই দেশে পরিযায়ী পাখিরা আসে। প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জের ঘিওরের নিলুয়া বিলে পরিযায়ী পাখির আগমন ঘটেছে। বিভিন্ন এলাকা থেকে পাখিপ্রেমীরা দল বেঁধে আসছেন পরিযায়ী পাখি দেখতে।
সরেজমিন গত শনিবার দেখা যায়, শান্ত পানির ওপর কচুরিপানার সবুজ গালিচায় বসে আছে পরিযায়ী পাখির দল। মাঝে মাঝে ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে ডানা মেলে। এসব পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। মানিকগঞ্জের এই নিলুয়া বিল প্রতিবছর শীত মৌসুমে হয়ে উঠে যেন পাখির আবাসস্থল। এবারও এ বিলে আবাস বেঁধেছে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ বহু পরিযায়ী পাখি। তাদের মধ্যে ‘পাতি সরালি’ এর সংখ্যাই বেশি। এবার পাখির সংখ্যা গত বছরের চেয়ে বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াংহাঁস, পাতি সরালি, রাজ সরালি, গ্যাডওয়াল, লেঙজা হাঁস, বালিহাঁস, পাতিকূট, দেশি জাতের শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির নাম না জানা অসংখ্য পাখি, বিল এলাকা মুখর করে তুলছে। এ বছর তিব্বতীয় মানিকচক, সাইবেরিয়ান ফিদ্দাসহ অনেক নতুন অতিথি পাখি চোখে পড়েছে।
সাভার থেকে সপরিবারে পাখি দেখতে আসা নাসরিন শিকদার বলেন, পাখি দেখতে সপরিবারে এসেছি। এবার পাখির সংখ্যা অনেক।
মানিকগঞ্জ জেলা পরিবেশ রক্ষা কমিটির সদস্যসচিব লক্ষ্মী চ্যাটার্জি বলেন, পরিযায়ী পাখিদের বিচরণ নিরাপদ করার জন্য শিকার ও বিক্রি বন্ধ করতে হবে।
ঘিওর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসাইন বলেন, পাখি প্রকৃতির অলংকার। এ অলংকার ধ্বংস করা মানে পরিবেশ ধ্বংস করা।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, শুধু আইন দিয়েই পাখি শিকার বন্ধ করা যাবে না। এ জন্য প্রয়োজন সবার সচেতনতা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে