শরীয়তপুর প্রতিনিধি
স্পুফিং সফটওয়্যার ব্যবহার করে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসানের ফোন নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা দাবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের তিনজন কর্মকর্তা ও কর্মচারীকে ফোন করে বিকাশে টাকা চাওয়া হয়।
গতকাল রোববার দুপুরে ‘জেলা প্রশাসন শরীয়তপুর’ নামের একটি ফেসবুক পেজে এ-সংক্রান্ত সতর্কবার্তা প্রচার করা হয়।
কল স্পুফিং হলো প্রকৃত নম্বর গোপন রেখে অন্য এক ব্যবহারকারীর নম্বর অথবা বিশেষ কোনো নম্বর দিয়ে কল করার প্রযুক্তি।
জানা গেছে, রোববার সকালে অফিস সহকারী সুমিত্রা রানী দের মোবাইল নম্বরে জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোন নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি জরুরি প্রয়োজনের কথা বলে দ্রুত বিকাশে ৫ হাজার টাকা দিতে বলেন। ধারাবাহিকভাবে একই প্রক্রিয়ায় কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মহাসিন, অফিস সুপারিনটেনডেন্ট আবদুর রশিদ, অফিস সহকারী সুজতা রানীকে ফোন করে বিকাশে টাকা পাঠাতে অনুরোধ করেন প্রতারকচক্রের সদস্যরা। বিষয়টি সন্দেহ হলে জেলা প্রশাসককে বিষয়টি জানান ভুক্তভোগীরা। এ সময় তিনি তাঁর নম্বর স্পুফিং করে প্রতারক চক্র টাকা আদায়ের চেষ্টা করছেন বলে জানানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মহাসিন বলেন, ‘ডিসি স্যারের নম্বর থেকে মোবাইল ফোনে কল এসেছে। কল ধরার পর বুঝতে পারি কণ্ঠটি স্যারের নয়। টাকা চাওয়ার বিষয়টি সন্দেহ হয়।’
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘ডিজিটাল প্রতারণার মাধ্যমে একটি চক্র টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। দপ্তরের কর্মচারীদের কাছে আগে মোবাইল ফোনে কল আসায় সতর্ক হওয়ার সুযোগ পেয়েছি। জনসাধারণকে সতর্ক করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা হচ্ছে।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক এস এম আতিক উল্লাহ বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ফোন নম্বর স্পুফিং করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্পুফিং সফটওয়্যার ব্যবহার করে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসানের ফোন নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা দাবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের তিনজন কর্মকর্তা ও কর্মচারীকে ফোন করে বিকাশে টাকা চাওয়া হয়।
গতকাল রোববার দুপুরে ‘জেলা প্রশাসন শরীয়তপুর’ নামের একটি ফেসবুক পেজে এ-সংক্রান্ত সতর্কবার্তা প্রচার করা হয়।
কল স্পুফিং হলো প্রকৃত নম্বর গোপন রেখে অন্য এক ব্যবহারকারীর নম্বর অথবা বিশেষ কোনো নম্বর দিয়ে কল করার প্রযুক্তি।
জানা গেছে, রোববার সকালে অফিস সহকারী সুমিত্রা রানী দের মোবাইল নম্বরে জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোন নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি জরুরি প্রয়োজনের কথা বলে দ্রুত বিকাশে ৫ হাজার টাকা দিতে বলেন। ধারাবাহিকভাবে একই প্রক্রিয়ায় কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মহাসিন, অফিস সুপারিনটেনডেন্ট আবদুর রশিদ, অফিস সহকারী সুজতা রানীকে ফোন করে বিকাশে টাকা পাঠাতে অনুরোধ করেন প্রতারকচক্রের সদস্যরা। বিষয়টি সন্দেহ হলে জেলা প্রশাসককে বিষয়টি জানান ভুক্তভোগীরা। এ সময় তিনি তাঁর নম্বর স্পুফিং করে প্রতারক চক্র টাকা আদায়ের চেষ্টা করছেন বলে জানানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মহাসিন বলেন, ‘ডিসি স্যারের নম্বর থেকে মোবাইল ফোনে কল এসেছে। কল ধরার পর বুঝতে পারি কণ্ঠটি স্যারের নয়। টাকা চাওয়ার বিষয়টি সন্দেহ হয়।’
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘ডিজিটাল প্রতারণার মাধ্যমে একটি চক্র টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। দপ্তরের কর্মচারীদের কাছে আগে মোবাইল ফোনে কল আসায় সতর্ক হওয়ার সুযোগ পেয়েছি। জনসাধারণকে সতর্ক করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা হচ্ছে।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক এস এম আতিক উল্লাহ বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ফোন নম্বর স্পুফিং করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে