বজ্রপাত নিরোধে ১৫ ইউনিয়নে ১৫ হাজার তালবীজ রোপণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৯

জামালপুরে শুরু হয়েছে বজ্রনিরোধ কার্যক্রম। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫টি ইউনিয়নে এ কার্যক্রমের অংশ হিসেবে ১৫ হাজার তালবীজ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। এক সপ্তাহে ১৪ হাজার তালবীজ রোপণ করা হয়েছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১ হাজার করে বীজ রোপণ করা হবে। উপজেলার দিগপাইত ইউনিয়ন থেকে বীজ রোপণ শুরু করা হয়। রাস্তার পাশে এসব বীজ রোপণ করা হচ্ছে। ইতিমধ্যে শ্রীপুর, কেন্দুয়া, ঘোড়াধাপ, শাহাবাজপুর, তুলসীরচর, লক্ষ্মীরচর, ইটাইল ইউনিয়নে ৭ হাজার বীজ রোপণ সম্পন্ন হয়েছে।

আরও জানা গেছে, জেলায় প্রচুর বৃষ্টিপাতের কারণে বজ্রপাতের হারও বেশি। বছরে বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। এ উদ্যোগ বজ্রপাত নিয়ন্ত্রণে অনেক কাজে আসবে। 
ইটাইল ইউনিয়নের খলিলুর রহমান বলেন, প্রতিবছর অনেক মানুষ মারা যান বজ্রপাতে। প্রশাসন বজ্রনিরোধী যে কর্মসূচি হাতে নিয়েছে, তাতে বজ্রপাত থেকে সাধারণ মানুষ অনেকটা রক্ষা পাবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরাণ বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং বজ্রপাত প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে ১ হাজার করে প্রায় ১৫ হাজার তালবীজ রোপণের কাজ হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৪ হাজার বীজ রোপণ করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত