Ajker Patrika

কৃষকের প্রশংসনীয় দৃষ্টান্ত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৫২
কৃষকের প্রশংসনীয় দৃষ্টান্ত

হবিগঞ্জের বানিয়াচংয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইকবাল হোসেন নামের এক কৃষক। চলার পথে একটি ব্যাগে লক্ষাধিক টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছেন ব্যাগের মালিককে। মো. ইকবাল হোসেন উপজেলা সদরের সাগরদিঘির পশ্চিম পাড় এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা বলেন গত সোমবার সকালে কৃষি জমিতে কাজ করতে যান ইকবাল। কাজ শেষে বাড়িতে ফেরার পথে শিবপাশা সড়কের আঞ্জন এলাকায় ১টি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে দেখতে পান বেশ কিছু টাকা। এ সময় কাউকে না পেয়ে ব্যাগ নিয়ে উপজেলার অন্তর্ভুক্ত গ্যানিংগঞ্জ বাজারে আসেন তিনি। পরে টাকা ও অন্যান্য জিনিসের বিবরণ সঠিক হলে শিশু মিয়া নামের এক ব্যক্তির হাতে ১ লাখ ৭৭ হাজার টাকা,১টি মোবাইল সেট ও ব্যাংকের ২টি চেক বইসহ ব্যাগটি ফেরত দেন তিনি। শিশু মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বাসিন্দা।

শিশু মিয়া বলেন, অসাবধানতাবশত আমার টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। টাকা হারিয়ে আমি খুব বিমর্ষ হয়ে পড়ছিলাম। এ সময় ব্যাগে থাকা মোবাইলে যোগাযোগ করে টাকাসহ সবকিছু আমি পেয়েছি।

ইকবাল হোসেন বলেন, মালিকের হাতে হারানো টাকা ফিরিয়ে দিতে পেরে খুব আনন্দ লাগছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত