নরসিংদী প্রতিনিধি
জ্বালানি তেলের দাম নতুন করে বৃদ্ধির প্রতিবাদ ও লোকসান এড়াতে নরসিংদী আন্তজেলা পৌর বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তেলের নতুন দাম কার্যকর করায় নরসিংদীর বাস ছাড়াও অন্যান্য পণ্যবাহী পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন বাসস্টপে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
এই পরিস্থিতিতে আগে কেনা তেল ও গ্যাস চালিত যেসব পরিবহন চলাচল করেছে এতেও হঠাৎ করে যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম হওয়ায় লোকসান গুনতে হয়েছে। নতুন ভাড়া নির্ধারিত না হওয়ায় লোকসান এড়াতে বাস চলাচল সাময়িক বন্ধ রেখেছেন মালিকপক্ষ। বাস না পেয়ে যাত্রীরা রেলস্টেশনে ভিড় করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে বাস ভাড়ার সমন্বয় করার দাবি আন্তজেলা বাস মালিক সমিতির।
শহরের শালিধা এলাকায় নরসিংদী আন্তজেলা পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, নরসিংদী-ঢাকা রুটে চলাচল করা শতাধিক বাস সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর মধ্যে মেঘালয় পরিবহন গুলিস্থানও পিপিএল পরিবহন মহাখালী রুটে চলাচল করে। এ সময় কাউন্টার তালাবদ্ধ রেখে কর্মীদের সঙ্গে বাসের চালক-সহকারীদের গল্প করতে দেখা গেছে। তবে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বিআরটিসির ৪টি এসি বাস ছেড়ে গেলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ ছাড়া গ্যাসচালিত ও আগে কেনা তেলে কয়েকটি বাস চলাচল করলেও ভাড়া নিয়ে যাত্রী-পরিবহন শ্রমিকদের মধ্যে তর্ক-বিতর্ক হতে দেখা যায়।
শহরের জেলখানার মোড়ে গিয়ে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে চলাচল করা যাত্রীবাহী বাসের সংখ্যাও খুবই কম। সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের মতো দূরপাল্লার কিছু লোকাল বাস এই রুটে চলাচল করতে দেখা গেলেও যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে প্রায় দেড় গুন। ভাড়া বেশি দিয়েই যাত্রীরা ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।
তোফাজ্জল হোসেন নামে জেলার এক বাসচালক জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়বে। কিন্তু কত বাড়বে তা নির্ধারিত না হওয়ায় যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি করতে হচ্ছে। এসব এড়াতে ভাড়া নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে।
মাহবুবুর রহমান নামের এক যাত্রী জানান, গ্যাসচালিত কিছু বাস ও আগে কেনা তেলে কিছু বাস চলাচল করেছে। এতে ভাড়া নিয়ে বিতর্ক হলেও যাতায়াতে শনিবার সমস্যা প্রকট হয়নি। রোববার সকাল থেকে এই সমস্যা পুরোদমে প্রকট আকার ধারণ করবে। আমরা চাই সরকার তেলের দাম কিছুটা কমিয়ে ভাড়া সমন্বয় করে দিক। না হয় পরিবহন খাতে বিশৃঙ্খলা বাড়বে।
নরসিংদী আন্তজেলা পৌর বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার কাউন্টার থেকে দৈনিক পাঁচ শতাধিক বাস রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও আঞ্চলিক সড়কে চলাচল করে আরও পাঁচ শতাধিক বাস। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে লোকসানের আশঙ্কায় এসব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে ভাড়ার সমন্বয় করার পরই এসব বাস পুনরায় চলাচল শুরু হবে।
নরসিংদী আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর বলেন, ‘আমাদের কিছু না জানিয়ে হঠাৎ করে ডিজেল লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানো হয়েছে। আমরা হিসেব করে দেখেছি, নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোর মালিকদের প্রতি ট্রিপে গড়ে ৭০০ টাকা উদ্বৃত্ত থাকত। প্রতি ট্রিপে প্রায় ১৫ লিটার জ্বালানি লাগে। এখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ট্রিপপ্রতি প্রায় ৫০০ টাকা করে আমাদের বেশি লাগবে। তাই ভাড়া নির্ধারিত হওয়ার আগপর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
নরসিংদী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জাকির হোসেন মৃধা বলেন, শিল্পাঞ্চল নরসিংদী থেকে হাজারো পণ্যবাহী ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনে সমস্যা সৃষ্টি হবে।
জ্বালানি তেলের দাম নতুন করে বৃদ্ধির প্রতিবাদ ও লোকসান এড়াতে নরসিংদী আন্তজেলা পৌর বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তেলের নতুন দাম কার্যকর করায় নরসিংদীর বাস ছাড়াও অন্যান্য পণ্যবাহী পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন বাসস্টপে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
এই পরিস্থিতিতে আগে কেনা তেল ও গ্যাস চালিত যেসব পরিবহন চলাচল করেছে এতেও হঠাৎ করে যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম হওয়ায় লোকসান গুনতে হয়েছে। নতুন ভাড়া নির্ধারিত না হওয়ায় লোকসান এড়াতে বাস চলাচল সাময়িক বন্ধ রেখেছেন মালিকপক্ষ। বাস না পেয়ে যাত্রীরা রেলস্টেশনে ভিড় করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে বাস ভাড়ার সমন্বয় করার দাবি আন্তজেলা বাস মালিক সমিতির।
শহরের শালিধা এলাকায় নরসিংদী আন্তজেলা পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, নরসিংদী-ঢাকা রুটে চলাচল করা শতাধিক বাস সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর মধ্যে মেঘালয় পরিবহন গুলিস্থানও পিপিএল পরিবহন মহাখালী রুটে চলাচল করে। এ সময় কাউন্টার তালাবদ্ধ রেখে কর্মীদের সঙ্গে বাসের চালক-সহকারীদের গল্প করতে দেখা গেছে। তবে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বিআরটিসির ৪টি এসি বাস ছেড়ে গেলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ ছাড়া গ্যাসচালিত ও আগে কেনা তেলে কয়েকটি বাস চলাচল করলেও ভাড়া নিয়ে যাত্রী-পরিবহন শ্রমিকদের মধ্যে তর্ক-বিতর্ক হতে দেখা যায়।
শহরের জেলখানার মোড়ে গিয়ে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে চলাচল করা যাত্রীবাহী বাসের সংখ্যাও খুবই কম। সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের মতো দূরপাল্লার কিছু লোকাল বাস এই রুটে চলাচল করতে দেখা গেলেও যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে প্রায় দেড় গুন। ভাড়া বেশি দিয়েই যাত্রীরা ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।
তোফাজ্জল হোসেন নামে জেলার এক বাসচালক জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়বে। কিন্তু কত বাড়বে তা নির্ধারিত না হওয়ায় যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি করতে হচ্ছে। এসব এড়াতে ভাড়া নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে।
মাহবুবুর রহমান নামের এক যাত্রী জানান, গ্যাসচালিত কিছু বাস ও আগে কেনা তেলে কিছু বাস চলাচল করেছে। এতে ভাড়া নিয়ে বিতর্ক হলেও যাতায়াতে শনিবার সমস্যা প্রকট হয়নি। রোববার সকাল থেকে এই সমস্যা পুরোদমে প্রকট আকার ধারণ করবে। আমরা চাই সরকার তেলের দাম কিছুটা কমিয়ে ভাড়া সমন্বয় করে দিক। না হয় পরিবহন খাতে বিশৃঙ্খলা বাড়বে।
নরসিংদী আন্তজেলা পৌর বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার কাউন্টার থেকে দৈনিক পাঁচ শতাধিক বাস রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও আঞ্চলিক সড়কে চলাচল করে আরও পাঁচ শতাধিক বাস। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে লোকসানের আশঙ্কায় এসব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে ভাড়ার সমন্বয় করার পরই এসব বাস পুনরায় চলাচল শুরু হবে।
নরসিংদী আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর বলেন, ‘আমাদের কিছু না জানিয়ে হঠাৎ করে ডিজেল লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানো হয়েছে। আমরা হিসেব করে দেখেছি, নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোর মালিকদের প্রতি ট্রিপে গড়ে ৭০০ টাকা উদ্বৃত্ত থাকত। প্রতি ট্রিপে প্রায় ১৫ লিটার জ্বালানি লাগে। এখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ট্রিপপ্রতি প্রায় ৫০০ টাকা করে আমাদের বেশি লাগবে। তাই ভাড়া নির্ধারিত হওয়ার আগপর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
নরসিংদী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জাকির হোসেন মৃধা বলেন, শিল্পাঞ্চল নরসিংদী থেকে হাজারো পণ্যবাহী ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনে সমস্যা সৃষ্টি হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে