আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা। বিশেষ করে পথচারীরা পার হতে গিয়ে প্রায়ই গাড়িচাপায় প্রাণ হারাতেন বা আহত হতেন। তাই পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আন্ডারপাস নির্মাণের। অবশেষে পূরণ হলো সেই দাবি। উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে পাতালপথ।
সরেজমিন দেখা যায়, নিমতলা ইছামতী শাখা খালের ওপর নির্মিত সেতু ও এক্সপ্রেসওয়ের নিচে এ দৃষ্টিনন্দন পাতালপথ নির্মাণ করা হয়েছে। এতে একপাশ থেকে অন্যপাশে সহজে চলাচল করছে পথচারী। ফলে সড়ক দুর্ঘটনা থেকে পথচারীরা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট নিমতলায় প্রাইভেট কারের চাপায় নিহত হন অনিক শেখ। এরপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন উপজেলাবাসী। এর পরিপ্রেক্ষিতে পাতালপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, ২০১৬ সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ৪ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (পশ্চিম) সড়কটি নির্মাণ করে। মূল এক্সপ্রেসওয়েটি চার লেনের। সেতুর দুই পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য সাড়ে পাঁচ মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে। এই ৬ লেনের এক্সপ্রেসওয়েতে ২টি সার্ভিস লেন, ৫টি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস, ২টি ইন্টারচেঞ্জ, ৪টি রেলওয়ে ওভার ব্রিজ, ৪টি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও ৫৪টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতুর সঙ্গে এক্সপ্রেসওয়ের দুই পাশ সংযুক্ত করা হবে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক্সপ্রেসওয়েটি পার হতে গিয়ে গাড়িচাপায় অনেক পথচারী প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এ ছাড়া পেছন থেকে গিয়ে অন্য গাড়ি ধাক্কা, ধীরগতির গাড়িকে দ্রুতগতির গাড়ির ধাক্কা, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো ও বেপরোয়া গতিতে দুর্ঘটনাও ঘটেছে।
হাঁসাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত ৩৫ কিলোমিটারের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৯৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৮০ জনের। আহত হয়েছেন ৯০ জন।
পথচারী মো. ইকবাল হোসেন বলেন, ‘এ আন্ডারপাস নির্মাণ করায় আমাদের অনেক উপকার হয়েছে। নিমতলার এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য প্রায় ২০ টাকা রিকশা ভাড়া দিতে হতো। আবার মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটত। এখন সহজেই ২-৪ মিনিটে ওই পাশের বাজারে যেতে পারব।’
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এই স্থানে মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটত। পাতালপথ নির্মাণ হওয়ায় এই দুর্ঘটনা থেকে মানুষ মুক্তি পাবে এবং সহজে একপাশ থেকে আরেক পাশে যেতে পারবে।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ বলেন, ‘এক্সপ্রেসওয়ের নিমতলা অংশে পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে পাতালপথ নির্মাণ করা হয়েছে। এখন মানুষ নির্বিঘ্নে পারাপার হতে পারছে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা। বিশেষ করে পথচারীরা পার হতে গিয়ে প্রায়ই গাড়িচাপায় প্রাণ হারাতেন বা আহত হতেন। তাই পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আন্ডারপাস নির্মাণের। অবশেষে পূরণ হলো সেই দাবি। উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে পাতালপথ।
সরেজমিন দেখা যায়, নিমতলা ইছামতী শাখা খালের ওপর নির্মিত সেতু ও এক্সপ্রেসওয়ের নিচে এ দৃষ্টিনন্দন পাতালপথ নির্মাণ করা হয়েছে। এতে একপাশ থেকে অন্যপাশে সহজে চলাচল করছে পথচারী। ফলে সড়ক দুর্ঘটনা থেকে পথচারীরা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট নিমতলায় প্রাইভেট কারের চাপায় নিহত হন অনিক শেখ। এরপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন উপজেলাবাসী। এর পরিপ্রেক্ষিতে পাতালপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, ২০১৬ সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ৪ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (পশ্চিম) সড়কটি নির্মাণ করে। মূল এক্সপ্রেসওয়েটি চার লেনের। সেতুর দুই পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য সাড়ে পাঁচ মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে। এই ৬ লেনের এক্সপ্রেসওয়েতে ২টি সার্ভিস লেন, ৫টি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস, ২টি ইন্টারচেঞ্জ, ৪টি রেলওয়ে ওভার ব্রিজ, ৪টি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও ৫৪টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতুর সঙ্গে এক্সপ্রেসওয়ের দুই পাশ সংযুক্ত করা হবে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক্সপ্রেসওয়েটি পার হতে গিয়ে গাড়িচাপায় অনেক পথচারী প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এ ছাড়া পেছন থেকে গিয়ে অন্য গাড়ি ধাক্কা, ধীরগতির গাড়িকে দ্রুতগতির গাড়ির ধাক্কা, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো ও বেপরোয়া গতিতে দুর্ঘটনাও ঘটেছে।
হাঁসাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত ৩৫ কিলোমিটারের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৯৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৮০ জনের। আহত হয়েছেন ৯০ জন।
পথচারী মো. ইকবাল হোসেন বলেন, ‘এ আন্ডারপাস নির্মাণ করায় আমাদের অনেক উপকার হয়েছে। নিমতলার এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য প্রায় ২০ টাকা রিকশা ভাড়া দিতে হতো। আবার মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটত। এখন সহজেই ২-৪ মিনিটে ওই পাশের বাজারে যেতে পারব।’
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এই স্থানে মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটত। পাতালপথ নির্মাণ হওয়ায় এই দুর্ঘটনা থেকে মানুষ মুক্তি পাবে এবং সহজে একপাশ থেকে আরেক পাশে যেতে পারবে।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ বলেন, ‘এক্সপ্রেসওয়ের নিমতলা অংশে পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে পাতালপথ নির্মাণ করা হয়েছে। এখন মানুষ নির্বিঘ্নে পারাপার হতে পারছে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে