Ajker Patrika

নির্বাচনী খিচুড়ি জব্দ করে এতিমখানায়

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৮
নির্বাচনী খিচুড়ি জব্দ করে এতিমখানায়

যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে বিতরণের জন্য খাবার রান্না করেন স্বতন্ত্র এক চেয়ারম্যান পদপ্রার্থী। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে এক কর্মীকে ৭ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া রান্না করা ১০ হাঁড়ি খিচুড়ি জব্দ স্থানীয় এতিমখানায় করে দেওয়া হয়েছে।

গত বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি ইউপি নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন উপলক্ষে রঘুরামপুর এলাকায় কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন।

এ সময় তিনি ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খাদ্য বিতরণ করার অপরাধে ওই প্রার্থীর কর্মী রফিকুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করেন। রফিকুল ইসলামের বাড়ি রঘুরামপুর গ্রামে। পরে রান্না করা ১০ হাঁড়ি খিচুড়ি জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় ও শিশুদের মাঝে বিলি করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত