রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি
রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুর টাউন হল অডিটোরিয়ামে এ আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশের রংপুর জেলা ও মহানগর কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
অসকস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর জেলার সভাপতি সার্জেন্ট (অব.) মো. সামিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন (অব.) মতিউর রহমান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা (অব.) আব্দুস সালাম, রংপুর মহানগর কমিটির উপদেষ্টা বেল্লাল উদ্দিন প্রমুখ।
এদিকে গঙ্গাচড়ায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অসকস বাংলাদেশের উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি সার্জেন্ট মো. গোলাম রব্বানী। এতে অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম কিবরিয়া, অসকস উপজেলা শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরন্নবী হাসান, মুক্তিযোদ্ধা ও অসকস উপজেলা কমিটির সদস্য আব্দুল মালেক, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন প্রমুখ।
অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসকস লালমনিরহাট জেলা সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গোলাম ইরশাদ জামিল।
এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়।
রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুর টাউন হল অডিটোরিয়ামে এ আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশের রংপুর জেলা ও মহানগর কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
অসকস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর জেলার সভাপতি সার্জেন্ট (অব.) মো. সামিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন (অব.) মতিউর রহমান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা (অব.) আব্দুস সালাম, রংপুর মহানগর কমিটির উপদেষ্টা বেল্লাল উদ্দিন প্রমুখ।
এদিকে গঙ্গাচড়ায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অসকস বাংলাদেশের উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি সার্জেন্ট মো. গোলাম রব্বানী। এতে অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম কিবরিয়া, অসকস উপজেলা শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরন্নবী হাসান, মুক্তিযোদ্ধা ও অসকস উপজেলা কমিটির সদস্য আব্দুল মালেক, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন প্রমুখ।
অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসকস লালমনিরহাট জেলা সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গোলাম ইরশাদ জামিল।
এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে