নাইক্ষ্যংছড়িতে ৫৭ চোরাই গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
Thumbnail image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক দিনে ৫৭টি চোরাই গরু আটক করেছে বিজিবি। এ ছাড়া তিন মাসে দেড় কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরের জোন কমান্ডার ও  অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম।

লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, গত বৃহস্পতিবার ভোরে ১১ বিজিবির অধীন তীরের ডিবা বিওপি ৩১টি গরু আটক করে।এ ছাড়া সীমান্তের অন্য কয়েকটি বিওপি এলাকা থেকে আরও ২৬টি গরুসহ মোট ৫৭টি গরু আটক করে তারা।

তিনি আরও বলেন, এভাবে গরুসহ চোরাই পণ্য আটকে বিজিবি আন্তরিকভাবে তৎপর রয়েছে।

তাঁর দেওয়া তথ্যমতে, বিজিবি গত তিন মাসে চোরাই গরুসহ ৩ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার টাকার চোরাই মালপত্র জব্দ করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন, তাঁরা সীমান্তের অসহায় গরিব মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ এবঙ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিয়েছেন। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাফি উস হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত