Ajker Patrika

যেখানে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেখানে এগিয়ে বাংলাদেশ

ইরান আর তুর্কমেনিস্তানের ম্যাচটা  গত পরশু মাঠে বসে দেখেছেন শামসুন্নাহাররা। তাতে বড় একটা সুবিধাও হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে অন্তত ভালো ধারণা পাওয়া গেছে।

আজ বিকেল ৫টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা জানেন র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের কোথায়, কীভাবে আক্রমণ করতে হবে।

ফিফা র‍্যাঙ্কিং বলছে, নারী ফুটবলে তুর্কমেনিস্তানের নারী ফুটবল আছে ১৩৭তম স্থানে। বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে। যদিও বয়সভিত্তিক ফুটবলে এই মাপকাঠি খুব বেশি আমলে ধরা হয় না। বাংলাদেশ দলের ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপাও বলছেন তুর্কমেনিস্তানকে ভয় পাচ্ছে না তাঁরা, ‘ওদের সঙ্গে জেতা অসম্ভব কিছু না। ওদের বড় দুর্বলতা হলো ওরা বেশি দৌড়ে খেলতে চায় না। অনেক ধীরগতিতে খেলে।’

বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলতে হলে ঘরের মাঠে ইরান-তুর্কমেনিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। গ্রুপের দ্বিতীয় দল ইরান শক্তিতে এগিয়ে থাকলেও ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ সাফ জেতায় দ্বিতীয় পর্বে খেলা কঠিন কিছু নয় বলেও মনে করেন রিপা, ‘আমরা সাফে জিতেছি। আমাদের বেশ আত্মবিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব। সবকিছু মিলিয়ে বলব বাংলাদেশই এগিয়ে। সাফ যেহেতু জিতেছি, এবার এএফসিতেও কিছু করে দেখাতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত