Ajker Patrika

১০ বছর পর বীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫: ৩০
১০ বছর পর বীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না। কারণ, শেখ হাসিনার হৃদয় দেশপ্রেমে ভরা। সমাজের এমন কেউ নেই, যাদের নিয়ে প্রধানমন্ত্রী ভাবেন না।

দীর্ঘ ১০ বছর পর গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফিজার এ কথা বলেন। বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বক্তব্য দেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক মির্জা আশফাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, ধর্মবিষয়ক সম্পাদক তরিকুল আলম প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা। এর আগে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর। এ ছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরী।

সম্মেলনের প্রধান বক্তা সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, অনেক সম্ভাবনার দেশ বাংলাদেশ। যার উদাহরণ আমার নির্বাচনী এলাকা। আগের তুলনায় বীরগঞ্জ-কাহারোল উপজেলা অনেক এগিয়ে গেছে। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি আরও বলেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে এমন শক্তিশালী হতে হবে, যাতে কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত