দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ০৮
Thumbnail image

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন, মানববন্ধন ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা ছিল অন্যতম।

পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি বিরোধী দিবসে এবারের প্রতিপাদ্য ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ বিষয় নিয়ে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জাহেদুর রহমানের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয় ও সোনার বাংলা গড়তে হলে দুর্নীতিকে না বলুন বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. আরিফ হোসেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সহকারী সেটেলমেন্ট অফিসার মির্জা মো. জিকরুল হক বেগ, আইসিটি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত