কেশবপুর প্রতিনিধি
কেশবপুর সদর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল আটকে রয়েছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ১৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী। স্থগিত থাকা ওই কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি কেশবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করেন অজ্ঞাত ৩০-৩৫ জন ব্যক্তি। তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের তাড়িয়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো ভোট কাটা শুরু করেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা এসে ওই কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন। এর ফলে এ ইউনিয়নের বাকি ৮টি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল প্রকাশিত হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ কেন্দ্রে ভোটগ্রহণের তারিখের অপেক্ষায় আছেন।
বাকি ৮ কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী কেশবপুর সদরের ৮টি কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় পেয়েছেন ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা পেয়েছেন ৪ হাজার ৯২৯ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ২০৭ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২২৩ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৩ ভোট। স্থগিত থাকা নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১১৯।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বজলুর রশীদ বলেন, অনিবার্য কারণে কেশবপুর সদরের ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
কেশবপুর সদর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল আটকে রয়েছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ১৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী। স্থগিত থাকা ওই কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি কেশবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করেন অজ্ঞাত ৩০-৩৫ জন ব্যক্তি। তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের তাড়িয়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো ভোট কাটা শুরু করেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা এসে ওই কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন। এর ফলে এ ইউনিয়নের বাকি ৮টি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল প্রকাশিত হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ কেন্দ্রে ভোটগ্রহণের তারিখের অপেক্ষায় আছেন।
বাকি ৮ কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী কেশবপুর সদরের ৮টি কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় পেয়েছেন ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা পেয়েছেন ৪ হাজার ৯২৯ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ২০৭ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২২৩ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৩ ভোট। স্থগিত থাকা নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১১৯।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বজলুর রশীদ বলেন, অনিবার্য কারণে কেশবপুর সদরের ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে