Ajker Patrika

মধুমতির চরে চিনাবাদামের চাষ, ভালো ফলনের আশা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ৪২
মধুমতির চরে চিনাবাদামের চাষ, ভালো ফলনের আশা

মাগুরার মহম্মদপুরে মধুমতির বিস্তীর্ণ চরে চিনাবাদামের চাষ হয়েছে। গত বছর খরচের দ্বিগুণ লাভ হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি বাদাম চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপজেলার অনেক কৃষক।

উপজেলা কৃষি অফিস বলছে, মধুমতির চরে চিনাবাদামের ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। ভালো ফলন ও লাভ পাওয়ায় কৃষকেরা বাদাম চাষে বেশ আগ্রহী হয়ে উঠছেন। কৃষি অফিসের পক্ষ থেকেই বাদামচাষিদের বিভিন্ন সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানা গেছে, এ বছর মহম্মদপুরের বিভিন্ন চরাঞ্চলের প্রায় ৩৫ হেক্টর জমিতে চিনাবাদামের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৪৫ হেক্টর জমিতে।

গতকাল মঙ্গলবার মধুমতির বিস্তীর্ণ চর ঘুরে দেখা গেছে, উপজেলার বাবুখালী ইউনিয়নর রায়পুর, চরসলামতপুর, হরিনাডাঙ্গা পার্শ্ববর্তী পাল্লা, চরপাল্লা ঝামা, রায়পাশা, চরঝামা, জাঙ্গালিয়াসহ অন্যান্য এলাকার চরে এ বছর বাদামের ব্যাপক চাষ হয়েছে। ফলনও হয়েছে অনেক ভালো।

স্থানীয় বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের বাদামচাষি শুশিল কুমার বিশ্বাস, মাহাবুর মাল্লো, আকুবর মাল্লো, গণি মাল্লো, হাবিবুর মাল্লো জানান, বীজ বপনের ৯০ দিনের মধ্যে এ ফসল ঘরে তোলা সম্ভব হয়। আবহাওয়া ভালো থাকলে প্রতি বিঘায় ১২-১৬ মণ বাদাম পাওয়া যায়। তবে বাদাম লাগাতে খরচ কম হলেও ঘরে তুলতে খরচ বেশি পড়ে যায়।

বাদামচাষি দেলোয়ার সরদার বলেন, ‘এ বছর এক একর জমিতে চিনাবাদামের চাষ করছি। বাদামের ফলন আশানুরূপ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের নজরদারি ও পরামর্শে বাদামের ব্যাপক ফলন হবে বলে আশা করছি।’

কালাম মোল্লা নামের এক কৃষক বলেন, ‘মধুমতিতে এখন আর উত্তাল ঢেউ ওঠে না। পানি শুকিয়ে নদীটি এখন ফসলের মাঠে পরিণত হয়েছে। নদীর বিস্তীর্ণ বুকে চাষাবাদ হচ্ছে চীনা বাদামের।’

উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, ‘মধুমতির দুই পাড়ের মানুষের কাছে নদীটি এখন আর আতঙ্ক নয়, বরং শুকিয়ে যাওয়া নদীটি এখন মানুষের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। কৃষকেরা এখন নদীর বুকে বাদামসহ বেশ কিছু ফসলের আবাদ শুরু করেছেন, তার মধ্যে চীনা বাদাম ও তিল উল্লেখযোগ্য। এসব ফসল চাষ করে ভাগ্য ফিরেছে অসংখ্য কৃষক।’

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, ‘চলতি মৌসুমে ৩৫ হেক্টর জমিতে চীনা বাদামের বেশ ভালো ফলন হয়েছে। বাদাম চাষ করা কৃষকেরা অর্থনৈতিকভাবে সুফল পাবেন। কম খরচে লাভের পরিমাণ বেশি হওয়ায় বাদাম চাষ করে স্বাবলম্বী হচ্ছেন উপজেলার চরাঞ্চলের কৃষকেরা। নদী পাড়ের মানুষ মধুমতির চরকে এখন আশীর্বাদ হিসেবে দেখেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত