Ajker Patrika

সরঞ্জাম ক্রয়ে অনিয়ম, দুদকের অভিযানে কাগজপত্র জব্দ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪: ০৩
সরঞ্জাম ক্রয়ে অনিয়ম, দুদকের অভিযানে কাগজপত্র জব্দ

চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলামসহ ৬ জন কর্মকর্তা।

মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ থাকায় আমরা অভিযান চালাই। কিছু কাগজপত্র জব্দ করি। প্রয়োজনীয় কাগজপত্র রোববারের মধ্যে দুদক কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কাগজপত্র পেলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ায় দুদকের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবু রেজা মো. মাহমুদুল হক, হিসাবরক্ষক শামসুল হকসহ আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত শেষে ৩১ জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত কাগজপত্র দুদক কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

ডা. আবু রেজা মো. মাহমুদুল হক আরও বলেন, ‘যে কেউ যেকোনো বিষয়ে অভিযোগ করতেই পারেন। আমরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। আমাদের সব কাগজপত্র ঠিক আছে। অভিযোগ পেলে জবাব দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত