নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাকালে কানাডা ভ্রমণের যথাযথ কাগজপত্র না থাকায় সে দেশে ঢোকার অনুমতি পাননি বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি এখনো কানাডায় ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তাঁকে ঢুকতে দেওয়ার বিষয়ে একমাত্র সিদ্ধান্ত দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সির বলে জানিয়েছেন ঢাকার কানাডিয়ান হাইকমিশনার।
ঢাকার বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বলেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে করোনাকালে ভ্রমণের বিষয়ে কিছু বিধিনিষেধ আছে, যা সে দেশের বৈধ ভিসা থাকা সব ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। তবে কোনো ব্যক্তির ভিসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কানাডার ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সি।
করোনা মহামারির কারণে যেকোনো ভিসায় কানাডা ভ্রমণের আগে বিশেষ অনুমতি নেওয়ার নিয়ম চালু আছে দেশটিতে। যেখানে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্টসহ বেশ কিছু অনুমোদন প্রয়োজন হয়।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, দেশের সংসদ সদস্যরা বাইরে গেলে সরকারি প্রটোকল পেয়ে থাকেন। তবে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়। সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষ থেকে প্রটোকলের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই তাঁর বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কোনো দপ্তর মুরাদ হাসানের কানাডায় আসার বিষয়ে তাঁদের কিছুই জানায়নি। মুরাদও তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। কানাডার ইমিগ্রেশনের খবরটি গণমাধ্যম থেকে তাঁরা জানতে পেরেছেন।
তবে কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টাল নতুন দেশ ডটকম ও দেশ বিদেশের খবরে গতকাল শনিবার জানানো হয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শুক্রবার তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সাংবাদিক সওগাত আলী সাগর সম্পাদিত অনলাইন পোর্টালে বলা হয়, কানাডায় বসবাসরত তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকারও করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।
নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান গত মঙ্গলবার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন। গতকাল এক অনুষ্ঠানে নারীদের প্রতি কটূক্তি নিয়ে রাষ্ট্র আইসিটি আইনে মুরাদের বিরুদ্ধে কোনো মামলা করবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তাঁর অধিকার রয়েছে মামলা করার।’ তিনি বলেন, ‘রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’ পৃথক আরেকটি অনুষ্ঠানে মুরাদ হাসান এখন কোথায় আছেন তা জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
করোনাকালে কানাডা ভ্রমণের যথাযথ কাগজপত্র না থাকায় সে দেশে ঢোকার অনুমতি পাননি বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি এখনো কানাডায় ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তাঁকে ঢুকতে দেওয়ার বিষয়ে একমাত্র সিদ্ধান্ত দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সির বলে জানিয়েছেন ঢাকার কানাডিয়ান হাইকমিশনার।
ঢাকার বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বলেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে করোনাকালে ভ্রমণের বিষয়ে কিছু বিধিনিষেধ আছে, যা সে দেশের বৈধ ভিসা থাকা সব ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। তবে কোনো ব্যক্তির ভিসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কানাডার ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সি।
করোনা মহামারির কারণে যেকোনো ভিসায় কানাডা ভ্রমণের আগে বিশেষ অনুমতি নেওয়ার নিয়ম চালু আছে দেশটিতে। যেখানে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্টসহ বেশ কিছু অনুমোদন প্রয়োজন হয়।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, দেশের সংসদ সদস্যরা বাইরে গেলে সরকারি প্রটোকল পেয়ে থাকেন। তবে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়। সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষ থেকে প্রটোকলের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই তাঁর বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কোনো দপ্তর মুরাদ হাসানের কানাডায় আসার বিষয়ে তাঁদের কিছুই জানায়নি। মুরাদও তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। কানাডার ইমিগ্রেশনের খবরটি গণমাধ্যম থেকে তাঁরা জানতে পেরেছেন।
তবে কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টাল নতুন দেশ ডটকম ও দেশ বিদেশের খবরে গতকাল শনিবার জানানো হয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শুক্রবার তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সাংবাদিক সওগাত আলী সাগর সম্পাদিত অনলাইন পোর্টালে বলা হয়, কানাডায় বসবাসরত তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকারও করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।
নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান গত মঙ্গলবার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন। গতকাল এক অনুষ্ঠানে নারীদের প্রতি কটূক্তি নিয়ে রাষ্ট্র আইসিটি আইনে মুরাদের বিরুদ্ধে কোনো মামলা করবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তাঁর অধিকার রয়েছে মামলা করার।’ তিনি বলেন, ‘রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’ পৃথক আরেকটি অনুষ্ঠানে মুরাদ হাসান এখন কোথায় আছেন তা জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে