সম্পাদকীয়
কোটা সংস্কার আন্দোলন একসময় সহিংস রূপ ধারণ করে। শিক্ষার্থীদের কর্মসূচি শুধু তাদের আন্দোলন হয়ে থাকেনি। সমাজের আপামর মানুষও তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এ পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি-জামায়াত এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ঢাকার অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগসহ ধ্বংসযোগ্য চালায় বলে অভিযোগ উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে। ফলে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে গণগ্রেপ্তার শুরু করেছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, ঢাকায় সহিংসতার ঘটনায় ২০৭ মামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে ১১ দিনে (১৭-২৭ জুলাই) গ্রেপ্তার করা হয়েছে ৬ হাজার জনকে।
অভিযোগ উঠেছে, এ ধরনের গণগ্রেপ্তারের ঘটনায় অনেক নিরপরাধ মানুষকেও আটক করা হচ্ছে, যারা ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। আবার আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তারের পাশাপাশি যারা আন্দোলনে যুক্ত ছিল না—তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকার যেসব এলাকায় বেশি বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে, সেই সব এলাকা থেকে বেশি মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। কে জড়িত ছিল, কে ছিল না, সেই বাছবিচার করা হচ্ছে না।
শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে চরম অরাজকতা সৃষ্টি ও সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো অবশ্যই নিন্দনীয় কাজ। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে যুক্ত ছিল, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষ তাতে সরকারের প্রতি আশ্বস্ত হতো। কিন্তু কেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ধরপাকড়ে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি সংকটে পড়ছে না?
ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র্যাব, বিজিবির সদস্য কম ছিলেন না। তাঁরা রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে না পেরে এখন গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন। তাঁদের কাছে আমাদের দাবি: যারা প্রকৃত নাশকতাকারী, তাদের ধরুন, নিরপরাধ মানুষকে হেনস্তা করবেন না।
আইনমন্ত্রী বলেছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনোভাবে হয়রানি করা হবে না। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার পর মন্ত্রীর কথার বিপরীত কাজ করা হচ্ছে। এতে করে কি শিক্ষার্থীদের মনের ক্ষোভ প্রশমিত হবে?
উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই নির্দেশনায় আছে, কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে; গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকতে হবে এবং গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে কারণ জানাতে হবে ইত্যাদি। কিন্তু এসবের কোনোটাই মানা হচ্ছে না।
সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। অতি বলপ্রয়োগ সমস্যা সমাধানের পথ হতে পারে না। সরকার কি এ বিষয়ে কিছু ভাবছে?
কোটা সংস্কার আন্দোলন একসময় সহিংস রূপ ধারণ করে। শিক্ষার্থীদের কর্মসূচি শুধু তাদের আন্দোলন হয়ে থাকেনি। সমাজের আপামর মানুষও তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এ পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি-জামায়াত এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ঢাকার অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগসহ ধ্বংসযোগ্য চালায় বলে অভিযোগ উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে। ফলে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে গণগ্রেপ্তার শুরু করেছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, ঢাকায় সহিংসতার ঘটনায় ২০৭ মামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে ১১ দিনে (১৭-২৭ জুলাই) গ্রেপ্তার করা হয়েছে ৬ হাজার জনকে।
অভিযোগ উঠেছে, এ ধরনের গণগ্রেপ্তারের ঘটনায় অনেক নিরপরাধ মানুষকেও আটক করা হচ্ছে, যারা ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। আবার আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তারের পাশাপাশি যারা আন্দোলনে যুক্ত ছিল না—তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকার যেসব এলাকায় বেশি বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে, সেই সব এলাকা থেকে বেশি মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। কে জড়িত ছিল, কে ছিল না, সেই বাছবিচার করা হচ্ছে না।
শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে চরম অরাজকতা সৃষ্টি ও সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো অবশ্যই নিন্দনীয় কাজ। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে যুক্ত ছিল, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষ তাতে সরকারের প্রতি আশ্বস্ত হতো। কিন্তু কেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ধরপাকড়ে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি সংকটে পড়ছে না?
ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র্যাব, বিজিবির সদস্য কম ছিলেন না। তাঁরা রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে না পেরে এখন গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন। তাঁদের কাছে আমাদের দাবি: যারা প্রকৃত নাশকতাকারী, তাদের ধরুন, নিরপরাধ মানুষকে হেনস্তা করবেন না।
আইনমন্ত্রী বলেছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনোভাবে হয়রানি করা হবে না। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার পর মন্ত্রীর কথার বিপরীত কাজ করা হচ্ছে। এতে করে কি শিক্ষার্থীদের মনের ক্ষোভ প্রশমিত হবে?
উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই নির্দেশনায় আছে, কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে; গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকতে হবে এবং গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে কারণ জানাতে হবে ইত্যাদি। কিন্তু এসবের কোনোটাই মানা হচ্ছে না।
সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। অতি বলপ্রয়োগ সমস্যা সমাধানের পথ হতে পারে না। সরকার কি এ বিষয়ে কিছু ভাবছে?
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪