ইত্যাদিতে নাচলেন সিয়াম-মেহজাবীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ক্যারিয়ারের শুরুতে নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরী। এরপর সিনেমায় থিতু হওয়ার জন্য নাটকে অভিনয় ছেড়ে দেন সিয়াম। ফলে আর পাওয়া যায়নি এই জুটিকে। তবে নাটক, সিনেমা কিংবা ওয়েব কনটেন্টে না হলেও বেশ কিছু বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে তাঁদের। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এবার হাজির হবেন সিয়াম-মেহজাবীন।

একটি গানে জুটি হয়ে পারফর্ম করবেন তাঁরা। ইত্যাদির প্রতি পর্বে থাকে দলীয় নৃত্য। এবারের দলীয় নৃত্যের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাবের কথা উঠে এসেছে এ গানে। থাকবে গেমসে আসক্তির ক্ষতিকর দিকও। মেহেদির সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। ভিডিওতে সিয়াম ও মেহজাবীনের সঙ্গে অংশ নিয়েছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

দলীয় নৃত্য ছাড়া এবার ইত্যাদিতে দেখা যাবে আয়-ব্যয় ও মূল্যবোধ নিয়ে দুটি মিউজিক্যাল ড্রামা। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম, আল মামুন, ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন। এ ছাড়া এবারের ইত্যাদিতে গাইবেন প্রতীক হাসান ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন আট তরুণ বিট বক্সার।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত