বিনোদন প্রতিবেদক, ঢাকা
গুণী শিল্পীদের গুরুত্বপূর্ণ কৃতিত্বের স্বীকৃতি প্রদানের জন্য ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক দিয়ে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মাঠপর্যায় থেকে প্রাপ্ত গুণীজনের তালিকা ও আবেদনের ভিত্তিতে মূল্যায়ন কমিটির মাধ্যমে পর্যালোচনা করে ২০ জন গুণী শিল্পী ও প্রতিষ্ঠানকে ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
গতকাল এক ঘোষণার মাধ্যমে শিল্পকলা পদকপ্রাপ্ত শিল্পীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ২০২১ সালের শিল্পকলা পদক পেয়েছেন মো. নূরুজ্জামান (যন্ত্রসংগীত), শারমীন হোসেন (নৃত্যকলা), সাদি মহম্মদ (কণ্ঠসংগীত), বীরেন সোম (চারুকলা), অধ্যাপক আবদুস সেলিম (নাট্যকলা), মো. নহীর উদ্দিন (লোকসংস্কৃতি), মতিন রহমান (চলচ্চিত্র), কাজী মদিনা (আবৃত্তি), এম এ মজিদ (যাত্রাশিল্পী) এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
২০২২ সালের শিল্পকলা পদক পেয়েছেন ফোয়াদ নাসের (যন্ত্রসংগীত), সাজু আহম্মেদ (নৃত্যকলা), এলেন মল্লিক (কণ্ঠসংগীত), অধ্যাপক অলক রায় (চারুকলা), খায়রুল আলম সবুজ (নাট্যকলা), সুনীল কর্মকার (লোকসংস্কৃতি), রফিকুল ইসলাম (ফটোগ্রাফি), মীর বরকতে রহমান (আবৃত্তি), অরুণা বিশ্বাস (যাত্রাশিল্পী) এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে ড. সফিউদ্দিন আহমদ।
শিগগির আনুষ্ঠানিকভাবে এসব গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রদকপ্রাপ্ত শিল্পীদের অভিনন্দন জনিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। আর এই কার্যক্রমে গুণীজনদের অবদান অনস্বীকার্য। আমি পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।’
জানা গেছে, নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতিবছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে। শিল্পকলা পদকের জন্য মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠানকে শিল্পকলা একাডেমির মনোগ্রাম-সংবলিত স্বর্ণপদক, সনদপত্র ও এক লাখ টাকার চেক দেওয়া হয়।
গুণী শিল্পীদের গুরুত্বপূর্ণ কৃতিত্বের স্বীকৃতি প্রদানের জন্য ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক দিয়ে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মাঠপর্যায় থেকে প্রাপ্ত গুণীজনের তালিকা ও আবেদনের ভিত্তিতে মূল্যায়ন কমিটির মাধ্যমে পর্যালোচনা করে ২০ জন গুণী শিল্পী ও প্রতিষ্ঠানকে ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
গতকাল এক ঘোষণার মাধ্যমে শিল্পকলা পদকপ্রাপ্ত শিল্পীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ২০২১ সালের শিল্পকলা পদক পেয়েছেন মো. নূরুজ্জামান (যন্ত্রসংগীত), শারমীন হোসেন (নৃত্যকলা), সাদি মহম্মদ (কণ্ঠসংগীত), বীরেন সোম (চারুকলা), অধ্যাপক আবদুস সেলিম (নাট্যকলা), মো. নহীর উদ্দিন (লোকসংস্কৃতি), মতিন রহমান (চলচ্চিত্র), কাজী মদিনা (আবৃত্তি), এম এ মজিদ (যাত্রাশিল্পী) এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
২০২২ সালের শিল্পকলা পদক পেয়েছেন ফোয়াদ নাসের (যন্ত্রসংগীত), সাজু আহম্মেদ (নৃত্যকলা), এলেন মল্লিক (কণ্ঠসংগীত), অধ্যাপক অলক রায় (চারুকলা), খায়রুল আলম সবুজ (নাট্যকলা), সুনীল কর্মকার (লোকসংস্কৃতি), রফিকুল ইসলাম (ফটোগ্রাফি), মীর বরকতে রহমান (আবৃত্তি), অরুণা বিশ্বাস (যাত্রাশিল্পী) এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে ড. সফিউদ্দিন আহমদ।
শিগগির আনুষ্ঠানিকভাবে এসব গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রদকপ্রাপ্ত শিল্পীদের অভিনন্দন জনিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। আর এই কার্যক্রমে গুণীজনদের অবদান অনস্বীকার্য। আমি পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।’
জানা গেছে, নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতিবছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে। শিল্পকলা পদকের জন্য মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠানকে শিল্পকলা একাডেমির মনোগ্রাম-সংবলিত স্বর্ণপদক, সনদপত্র ও এক লাখ টাকার চেক দেওয়া হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে