Ajker Patrika

বাগাড়ের ওজন ২৩ কেজি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩৯
বাগাড়ের ওজন ২৩ কেজি

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ২৩ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে মাইদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে।

গতকাল রোববার সকালে বড় আকারের এই মাছটি দেখতে উৎসুকেরা ভিড় জমান ওই এলাকায়।

সদর উপজেলার যাত্রাপুর এলাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন শহরের মাছ ব্যবসায়ী সুমন মিয়া। এরপর কুড়িগ্রাম পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ২০০ টাকায় খুচরা বিক্রি করেন তিনি।

স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার যাত্রাপুর এলাকার জেলে মাইদুল ইসলাম ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। তাঁর জালে ২৩ কেজি ওজনের এই বাগাড় মাছটি ধরা পড়ে।

মাছটি দেখতে আসা স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘আমি এতো বড় মাছ এর আগে দেখিনি। তাই ভাবলাম মাছটি দেখে আসি।’

মাছ ব্যবসায়ী সুমন জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাগাড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে তা কেটে খুচরা বিক্রি করেন বলে জানান তিনি।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিত বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি। অনেকে এই মাছ পেয়ে ভালো উপার্জন করতে পারছেন। এতে অভাবী জেলেদের সংসার ভালোভাবে চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত