সংকটে সহায়তায় ডিসির গণশুনানি

সাইফুল আলম বাবু, পঞ্চগড়
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২১

দারিদ্র্যের সঙ্গে বসবাস মেহেদী হাসানের। বুকে তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন। কিন্তু কোচিংয়ে ভর্তি হতে হলে লাগবে টাকা। কে টাকা দেবে মেহেদীকে?

করোনা মহামারিতে ঢাকায় ছয় মাস বসে থেকে নিরুপায় শাহানা খাতুন। কিছু একটা করতে স্বামীসহ ফিরে আসেন পঞ্চগড়ে। কিন্তু রোজগারের কোনো পথই যে খোলা নেই! অজ্ঞাত রোগে কয়েক মিনিটে এক এক করে চারটি গরু মারা যায় মজনু মিয়ার। সংসার চালাতে দিশেহারা হয়ে পড়েন তিনি।

মেহেদী, শাহানা আর মজনু মিয়ার জীবনের অন্ধকার কেটে যায় পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলামের ‘গণশুনানিতে’। সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মজনু মিয়া পান প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি গরু। একটি ইলেকট্রিক সেলাই মেশিন পান পঞ্চগড় পৌর এলাকার জালাশীর ৩৫ বছর বয়সী শাহানা। আর সর্বশেষ গত বুধবার মেহেদীর বাবা হামিদুল ইসলামের কাছে একটি অটোভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক।

শুধু তা-ই নয়, জেলা শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলামও গণশুনানিতে গিয়ে নিজের সাহিত্যচর্চায় কম্পিউটার না থাকায় নানা সমস্যার কথা জানালে জেলা প্রশাসক তাঁকে একটি ল্যাপটপ উপহার দেন। তা ছাড়া একটি প্রিন্টার দেওয়া হয় তাঁকে।

পঞ্চগড়ের ডিসির গণশুনানিতে এভাবেই সংকটময় জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন অনেকে। তাঁদের জীবনের আঁধার কেটে আসছে আলো। 
সেলাই মেশিন পেয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সংসার একটু একটু করে সামাল দিচ্ছেন শাহানা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তির সুযোগ পাওয়া মেহেদী হাসান কিছুটা ভারমুক্ত হয়ে পড়াশোনা করতে পারছেন। তাঁর বাবা এখন নিশ্চিন্তে সংসার চালাতে পারবেন।

ডিসি মো. জহুরুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে সাধ্যমতো অভাব-অভিযোগ নিরসন ও চাহিদা পূরণে আমরা সচেষ্ট থাকি। এরই অংশ হিসেবে গাভি, ল্যাপটপ, ইলেকট্রিক সেলাই মেশিন ও অটোভ্যান দেওয়া হয়। টেকসই সমাধানে এসব উপকরণ দেওয়া হয়েছে। আমাদের তদারকিও থাকবে এসবের ওপর।’

অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় এ প্রসঙ্গে বলেন, ‘মেহেদীদের বাবারা পড়াশোনা করেননি, তাতে কী আসে যায়! দারিদ্র্য নিত্যসঙ্গী হলেও মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালানো দুই সন্তানের জনক হামিদুল যখন ভ্যান বিক্রি করে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেন, তখন জেলা প্রশাসক একজন পিতার স্বপ্নপূরণে সারথি হয়েছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত