Ajker Patrika

শেখ নাসের গোল্ডকাপে চ্যাম্পিয়ন মঘিয়া একাদশ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০: ০০
শেখ নাসের গোল্ডকাপে চ্যাম্পিয়ন মঘিয়া একাদশ

বাগেরহাটের কচুয়ায় শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার মঘিয়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মঘিয়া ফুটবল একাদশ ২-১ গোলে দেপাড়া দুরন্ত ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সহকারী এইচএম শাহিন। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা তাসলিমা বেগম, মঘিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পঙ্কজ কান্তি অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেখ সোহরাব হোসেন প্রমুখ।

খেলার প্রথমার্ধে মঘিয়া ফুটবল একাদশ ২-০ গোলে এগিয়ে থাকে। পরে খেলার দ্বিতীয়ার্ধে দেপাড়া দুরন্ত ফুটবল একাদশ ১ গোল করে। মঘিয়া স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা পরিচালনা করেন আব্দুর রহমান, সাচ্চু সেখ ও এবাদুল ইসলাম।

এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সেখ মোস্তাফিজুর রহমান মোস্ত, সেখ কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ফকির নওরোসুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, বাধালের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, রাড়িপাড়ার চেয়ারম্যান নাজমা খানম, মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেখ কামরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত