বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন সাতটি সিরিজ নিয়ে যাত্রা শুরু করল পশ্চিমবঙ্গের নতুন ওটিটি প্লাটফর্ম ফ্রাইডে। এর মধ্যে রয়েছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের চার পর্বের সিরিজ ‘ভালো বাসা’। অভিনয়ও করেছেন বাংলাদেশী শিল্পীরা। কেন্দ্রীয় দু্ই চরিত্রে আছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। এ ছাড়া অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ সিরিজে আছেন বাংলাদেশের আরিফিন শুভ।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ভালো বাসা। নির্মাতা জানান, মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজের গল্প। আবু হায়াত বলেন, ‘শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসার ধরণ ও পার্থক্য দেখানো হয়েছে এখানে।’
ভালো বাসা সিরিজের চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ।
এদিকে অরিন্দম শীলের উনিশে এপ্রিল সিরিজও নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে লেখা হয়েছে উনিশে এপ্রিলের কাহিনি। ওই বছরের ৪ মে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুরূপা গুহর। তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহ (একটি স্কুলের তৎকালীন প্রিন্সিপাল), বাবা সতীকান্ত, প্রীতিলতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ইন্দ্রনাথের সঙ্গে অভিনেত্রী অপর্ণা সেনের ঘনিষ্ঠতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলার নিষ্পত্তি হয় অদ্ভুতভাবে। তথ্যপ্রমাণে বিচ্যুতি ঘটানোয় ইন্দ্রনাথের দুই বছরের জেল হয়।
এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। যার চরিত্রের নাম সোনালি ঘোষ। আর তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। এ ছাড়া পুলিশ অফিসারের চরিত্রে আছেন সৌরসেনী মিত্র এবং সাংবাদিক চরিত্রে ইন্দ্রাশিস রায়। আরও রয়েছেন অরুণিমা ঘোষ, অশোক সিংহ, সন্দীপ দে প্রমুখ।
এ ছাড়া ২৭ জুলাই ফ্রাইডেতে মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য নাইট অব ক্রাইম’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, দীপ মোদকের ‘নেক্রো’ ও কৌশিক করের ‘ফটাস’ সিরিজগুলো।
নতুন সাতটি সিরিজ নিয়ে যাত্রা শুরু করল পশ্চিমবঙ্গের নতুন ওটিটি প্লাটফর্ম ফ্রাইডে। এর মধ্যে রয়েছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের চার পর্বের সিরিজ ‘ভালো বাসা’। অভিনয়ও করেছেন বাংলাদেশী শিল্পীরা। কেন্দ্রীয় দু্ই চরিত্রে আছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। এ ছাড়া অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ সিরিজে আছেন বাংলাদেশের আরিফিন শুভ।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ভালো বাসা। নির্মাতা জানান, মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজের গল্প। আবু হায়াত বলেন, ‘শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসার ধরণ ও পার্থক্য দেখানো হয়েছে এখানে।’
ভালো বাসা সিরিজের চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ।
এদিকে অরিন্দম শীলের উনিশে এপ্রিল সিরিজও নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে লেখা হয়েছে উনিশে এপ্রিলের কাহিনি। ওই বছরের ৪ মে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুরূপা গুহর। তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহ (একটি স্কুলের তৎকালীন প্রিন্সিপাল), বাবা সতীকান্ত, প্রীতিলতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ইন্দ্রনাথের সঙ্গে অভিনেত্রী অপর্ণা সেনের ঘনিষ্ঠতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলার নিষ্পত্তি হয় অদ্ভুতভাবে। তথ্যপ্রমাণে বিচ্যুতি ঘটানোয় ইন্দ্রনাথের দুই বছরের জেল হয়।
এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। যার চরিত্রের নাম সোনালি ঘোষ। আর তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। এ ছাড়া পুলিশ অফিসারের চরিত্রে আছেন সৌরসেনী মিত্র এবং সাংবাদিক চরিত্রে ইন্দ্রাশিস রায়। আরও রয়েছেন অরুণিমা ঘোষ, অশোক সিংহ, সন্দীপ দে প্রমুখ।
এ ছাড়া ২৭ জুলাই ফ্রাইডেতে মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য নাইট অব ক্রাইম’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, দীপ মোদকের ‘নেক্রো’ ও কৌশিক করের ‘ফটাস’ সিরিজগুলো।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে