Ajker Patrika

দাম চড়া, নাগালের বাইরে তরমুজ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৪: ৪৬
দাম চড়া, নাগালের বাইরে তরমুজ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে তরমুজ। তবে এই ফলের দাম বাজারে আকাশ ছোঁয়া। মাগুরার মহম্মদপুরের বিভিন্ন হাট-বাজার ব্যবসায়ীরা চড়ামূল্যে বিক্রি করছেন এই ফল। যা দরিদ্র পরিবারের নাগালের বাইরে। দাম চড়া হওয়ায় ইচ্ছা থাকলেও স্বল্প আয়ের মানুষের পক্ষে এ ফল ক্রয় করা সম্ভব নয়।

মাঝারি থেকে বড় আকারের তরমুজ কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। তবে মাঝারি ধরনের একটি তরমুজের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

আকার ও মানভেদে একটি তরমুজর দাম ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। যা ভ্যান চালক, দিনমজুর ও দরিদ্র মানুষের সারা দিনের আয়ের থেকেও বেশি। ফলে তাঁদের পক্ষে তরমুজ কেনা সম্ভব হচ্ছে না। ।

উপজেলা সদরের তরমুজ ব্যবসায়ী আলী কদর জানান, ‘বরিশালসহ বিভিন্ন জেলার মাকাম থেকে বেশি দামে তরমুজ কিনতে হচ্ছে। সে কারণে বেশি দামে তরমুজ বিক্রি করতে হচ্ছে।’

দিনমজুর লিটন মাল্যা বলেন, ‘বাজারে নতুন মৌসুমি ফল তরমুজ উঠেছে। মন চাই পরিবারের জন্য একটা তরমুজ কিনতে। কিন্তু সে সাধ্য আমার নেই। আয় বুঝে হিসাব করে ব্যয় করতে হয়। এত দাম দিয়ে তরমুজ কেনা সম্ভব নয়।’

ইজিবাইক চালক আঈয়ুব আলী বলেন ‘তরমুজ দেখে ছেলে মেয়েদের জন্য কিনতে ইচ্ছা হলেও দাম বেশি হওয়ার কারণে সম্ভব হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত