কুড়িগ্রাম ও উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সিরাজুদ্দৌলার বিরুদ্ধে দরপত্রের লটারির ফল পাল্টে প্রকল্পের কাজ অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন ঠিকাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে ‘গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পে উলিপুর উপজেলায় পাঁচটি গ্রুপের দরপত্র আহ্বান করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভাকক্ষে সংশ্লিষ্ট ঠিকাদার ও তাঁর প্রতিনিধিদের উপস্থিতিতে এসব দরপত্রের প্রকাশ্যে লটারি করা হয়।
লটারির সময় উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, উলিপুর পৌর মেয়র, উপজেলা প্রকৌশলী, ভাইস চেয়ারম্যান ও পিআইওসহ দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ১ নম্বর গ্রুপের কাজটি পায় কম্পারেটিভ স্টেটমেন্ট (সিএস) তালিকার ১৫৯ নম্বর ক্রমিকের মেসার্স অর্ক ট্রেডার্স। কিন্তু লটারির পর অর্ক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু বক্কার সিদ্দিক পিআইও সিরাজুদ্দৌলার সঙ্গে দেখা করে কাজের প্রক্রিয়া নিয়ে কথা বলতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন। লটারির দুই সপ্তাহ পর পিআইও ঠিকাদারকে জানান, ‘কাজটি নিয়ে সমস্যা হয়েছে। লটারিতে আসলে ১৫৯ ক্রমিক নয়, ১৬৯ নম্বর ক্রমিকের গুঁটি উঠেছে।’
অভিযোগে ঠিকাদার আবু বক্কার আরও উল্লেখ করেন, ‘পিআইও একজনের কাছ থেকে আট লাখ টাকা নেওয়ার কথা জানান। আমাকে দুই লাখ টাকা দিতে চান। আমি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পিআইও আমার কাজ বাতিলের হুমকি দেন এবং বিজয়ী ঠিকাদারের তালিকা পাল্টে অর্ক ট্রেডার্সের ক্রমিকের স্থলে মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ক্রমিক বসিয়ে নতুন তালিকা তৈরি করেন। মা এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান পিআইও অফিসের কার্যসহকারী আনিছুর রহমান মুকুলের আপন ছোট ভাই।’
লটারির সময় উপস্থিত ঠিকাদার নুরুল আমিন সরকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হক বলেন, ‘সেদিন ১ নম্বর গ্রুপের কাজটি পান সিএস তালিকার ১৫৯ নম্বর ক্রমিকের মেসার্স অর্ক ট্রেডার্স। আমরা নিজেরা সেখানে উপস্থিত ছিলাম। পিআইও কেন ১৫৯ নম্বর ক্রমিক বদল করলেন জানি না।’
এ বিষয়ে দরপত্র কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম বলেন, ‘ওই দরপত্র মূল্যায়ন কমিটিতে আমি আহ্বায়ক কিনা তা জানি না। আমি সিএস কিংবা ফলাফল সিটে কোনো স্বাক্ষর করিনি।’ এ বিষয়ে তিনি পিআইওয়ের সঙ্গে কথা বলা পরামর্শ দেন।
পিআইও সিরাজুদ্দৌলা বলেন, ‘ঠিকাদারের অভিযোগ সঠিক নয়। তাঁর নামে লটারিতে কাজ ওঠেনি। টাকা লেনদেনের অভিযোগও সঠিক নয়।’ দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়কের স্বাক্ষর ছাড়া সিএস তৈরি এবং লটারির ফলাফল শিট তৈরি বৈধ হয়েছে কিনা, জানতে চাইলে পিআইও এড়িয়ে যান।
ইউএনও বিপুল কুমার দরপত্রের লটারিতে অনিয়মের অভিযোগ পাওয়ার কথা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২৬ মার্চের পর বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সিরাজুদ্দৌলার বিরুদ্ধে দরপত্রের লটারির ফল পাল্টে প্রকল্পের কাজ অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন ঠিকাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে ‘গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পে উলিপুর উপজেলায় পাঁচটি গ্রুপের দরপত্র আহ্বান করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভাকক্ষে সংশ্লিষ্ট ঠিকাদার ও তাঁর প্রতিনিধিদের উপস্থিতিতে এসব দরপত্রের প্রকাশ্যে লটারি করা হয়।
লটারির সময় উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, উলিপুর পৌর মেয়র, উপজেলা প্রকৌশলী, ভাইস চেয়ারম্যান ও পিআইওসহ দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ১ নম্বর গ্রুপের কাজটি পায় কম্পারেটিভ স্টেটমেন্ট (সিএস) তালিকার ১৫৯ নম্বর ক্রমিকের মেসার্স অর্ক ট্রেডার্স। কিন্তু লটারির পর অর্ক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু বক্কার সিদ্দিক পিআইও সিরাজুদ্দৌলার সঙ্গে দেখা করে কাজের প্রক্রিয়া নিয়ে কথা বলতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন। লটারির দুই সপ্তাহ পর পিআইও ঠিকাদারকে জানান, ‘কাজটি নিয়ে সমস্যা হয়েছে। লটারিতে আসলে ১৫৯ ক্রমিক নয়, ১৬৯ নম্বর ক্রমিকের গুঁটি উঠেছে।’
অভিযোগে ঠিকাদার আবু বক্কার আরও উল্লেখ করেন, ‘পিআইও একজনের কাছ থেকে আট লাখ টাকা নেওয়ার কথা জানান। আমাকে দুই লাখ টাকা দিতে চান। আমি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পিআইও আমার কাজ বাতিলের হুমকি দেন এবং বিজয়ী ঠিকাদারের তালিকা পাল্টে অর্ক ট্রেডার্সের ক্রমিকের স্থলে মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ক্রমিক বসিয়ে নতুন তালিকা তৈরি করেন। মা এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান পিআইও অফিসের কার্যসহকারী আনিছুর রহমান মুকুলের আপন ছোট ভাই।’
লটারির সময় উপস্থিত ঠিকাদার নুরুল আমিন সরকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হক বলেন, ‘সেদিন ১ নম্বর গ্রুপের কাজটি পান সিএস তালিকার ১৫৯ নম্বর ক্রমিকের মেসার্স অর্ক ট্রেডার্স। আমরা নিজেরা সেখানে উপস্থিত ছিলাম। পিআইও কেন ১৫৯ নম্বর ক্রমিক বদল করলেন জানি না।’
এ বিষয়ে দরপত্র কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম বলেন, ‘ওই দরপত্র মূল্যায়ন কমিটিতে আমি আহ্বায়ক কিনা তা জানি না। আমি সিএস কিংবা ফলাফল সিটে কোনো স্বাক্ষর করিনি।’ এ বিষয়ে তিনি পিআইওয়ের সঙ্গে কথা বলা পরামর্শ দেন।
পিআইও সিরাজুদ্দৌলা বলেন, ‘ঠিকাদারের অভিযোগ সঠিক নয়। তাঁর নামে লটারিতে কাজ ওঠেনি। টাকা লেনদেনের অভিযোগও সঠিক নয়।’ দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়কের স্বাক্ষর ছাড়া সিএস তৈরি এবং লটারির ফলাফল শিট তৈরি বৈধ হয়েছে কিনা, জানতে চাইলে পিআইও এড়িয়ে যান।
ইউএনও বিপুল কুমার দরপত্রের লটারিতে অনিয়মের অভিযোগ পাওয়ার কথা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২৬ মার্চের পর বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে