নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু গ্রামে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগামী রোববার থেকে সরানোর প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে এখানে আশ্রয় নেওয়াদের দুই-তৃতীয়াংশ বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত। শুধু এক-তৃতীয়াংশের নিবন্ধন পাওয়া যায়নি।
আন্তর্জাতিক রেডক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি) এবং সরকারের উচ্চ পর্যায়ের সমন্বয়ে পরিচালিত সবশেষ গণনায় গত বুধবার পর্যন্ত তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে তাঁবু টাঙিয়ে মোট ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গা অবস্থান নেওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। যেখানে বর্তমানে ৫৫৮টি পরিবার রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গণনা পরিচালনাকালে ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গার মধ্যে ২ হাজারের মতো রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত রয়েছে। আট শতাধিক রোহিঙ্গার কোনো নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শূন্যরেখার ক্যাম্প থেকে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের গণনা চূড়ান্ত করা হয়েছে। বুধবার এসে এখানে ৫৫৮টি পরিবারের ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গা থাকার বিষয় নিশ্চিত হওয়া গেছে। এখানে আশ্রয়রত মোট রোহিঙ্গার দুই-তৃতীয়াংশ বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত। শুধু এক-তৃতীয়াংশের নিবন্ধন পাওয়া যায়নি।
মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের রোববার সকাল থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা হবে।
মিজানুর রহমান আরও জানান, সংশ্লিষ্টদের তথ্য বলছে, এখানে নিবন্ধিত বা অনিবন্ধিত বেশ কিছু রোহিঙ্গা অপরাধের সঙ্গে জড়িত থাকায় মামলা রয়েছে। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এদিকে শূন্যরেখার নিশ্চিহ্ন রোহিঙ্গা ক্যাম্পসহ তমব্রু সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (বিজিবি ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গতকাল দুপুরে তিনি এসব এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের এ সময় কঠোর নির্দেশও নেন তিনি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু গ্রামে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগামী রোববার থেকে সরানোর প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে এখানে আশ্রয় নেওয়াদের দুই-তৃতীয়াংশ বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত। শুধু এক-তৃতীয়াংশের নিবন্ধন পাওয়া যায়নি।
আন্তর্জাতিক রেডক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি) এবং সরকারের উচ্চ পর্যায়ের সমন্বয়ে পরিচালিত সবশেষ গণনায় গত বুধবার পর্যন্ত তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে তাঁবু টাঙিয়ে মোট ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গা অবস্থান নেওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। যেখানে বর্তমানে ৫৫৮টি পরিবার রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গণনা পরিচালনাকালে ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গার মধ্যে ২ হাজারের মতো রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত রয়েছে। আট শতাধিক রোহিঙ্গার কোনো নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শূন্যরেখার ক্যাম্প থেকে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের গণনা চূড়ান্ত করা হয়েছে। বুধবার এসে এখানে ৫৫৮টি পরিবারের ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গা থাকার বিষয় নিশ্চিত হওয়া গেছে। এখানে আশ্রয়রত মোট রোহিঙ্গার দুই-তৃতীয়াংশ বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত। শুধু এক-তৃতীয়াংশের নিবন্ধন পাওয়া যায়নি।
মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের রোববার সকাল থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা হবে।
মিজানুর রহমান আরও জানান, সংশ্লিষ্টদের তথ্য বলছে, এখানে নিবন্ধিত বা অনিবন্ধিত বেশ কিছু রোহিঙ্গা অপরাধের সঙ্গে জড়িত থাকায় মামলা রয়েছে। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এদিকে শূন্যরেখার নিশ্চিহ্ন রোহিঙ্গা ক্যাম্পসহ তমব্রু সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (বিজিবি ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গতকাল দুপুরে তিনি এসব এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের এ সময় কঠোর নির্দেশও নেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে