বৃদ্ধসহ দুজনকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি ও মেহেরপুর সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০৭: ০৪
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৪: ২৩

ঝিনাইদহে আওলাদ হোসেন (৭০) নামে এক কৃষককে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তাঁর ভাতিজারা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরে তোফাজ্জেল বিশ্বাস (৪৮) নামে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁকেও পূর্বশত্রুতার জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মেহেরপুরের ঘটনায় জানা যায়, সদর উপজেলার হরিরামপুর গ্রামের উত্তরপাড়ার মাঠ থেকে গতকাল বেলা ১১টার দিকে তোফাজ্জেল বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী মনিতাজ খাতুন জানান, গত রোববার রাত ৯টার দিকে তাঁর স্বামী বাড়ি থেকে বের হন। এ সময় তার কাছে ৫০ হাজার টাকাও ছিল। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক জায়গায় তাঁকে খোঁজাখুঁজি করেন। এরপর গতকাল বেলা ১১টার দিকে গ্রামের একটি মাঠে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন কৃষকেরা। ছাগল ব্যবসার পাশাপাশি ঘটকালি করতেন তাঁর স্বামী।

মনিতাজ বলেন, ‘আমার সংসারে দুই মেয়ে। সবারই বিয়ে হয়ে গেছে। তাঁর তো কোনো শত্রু ছিল না। তাহলে কারা তাঁকে হত্যা করল। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার চাই।’

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা জানান, খবর পেয়ে তোফাজ্জেলের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িত খুঁজে বের করা হবে।

এদিকে ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের মাঠে কাজ করার সময় আওলাদ হোসেনকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে তাঁর ভাতিজারা। নিহতের ভায়রা ভাই মতলেবুর রহমান জানান, ১০ কাঠা জমি নিয়ে আওলাদের বড় ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী, শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সঙ্গে বিবাদ চলছিল। ঘটনার দিনদুপুরের পর আওলাদ মাঠে কাজ করছিলেন। এ সময় ওই তিন ভাতিজা মাঠে গিয়ে কোদাল দিয়ে তাঁকে পেটাতে থাকেন। একপর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত