বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২০ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল অবদানের জন্যও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদানের ঘোষণা করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সেই তালিকায় দেখা গেছে ২০২০ সালে ২৭টি শাখায় ৩০ জন শিল্পী এ পুরস্কার পেয়েছেন। তিনটি শাখায় যুগ্মভাবে পুরস্কার দেওয়া হচ্ছে। ১১টি শাখায় পুরস্কার জিতেছে সরকারি অনুদানের ছবি ‘গোর’। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি কখনোই মনে করি না, শিল্পের মূল্যায়ন পুরস্কার দিয়ে করা যায়। পুরস্কারের নিরিখে শিল্পের মূল্যায়ন হয় না। তবে পুরস্কৃত হলে শিল্পটি বা কর্মটির প্রতি দর্শক আগ্রহী হয়, শিল্পটি বেঁচে যায়। দর্শক সেটি দেখতে চায়। এই যে গোর ছবিটি অ্যাওয়ার্ড পেল, এতে করে হয়তো সিনেমাটির দর্শক বাড়বে। অনেকেই নতুন করে সিনেমাটি দেখতে চাইবেন। এতেই আমি আনন্দিত।’
সেরা চলচ্চিত্র পুরস্কার পাওয়া চয়নিকা চৌধুরী বলেন, ‘চেয়েছিলাম বেস্ট ফিল্ম বানাতে। বেস্ট ফিল্মসহ মোট ৮টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বিশ্বসুন্দরী। ধন্যবাদ দলের সবাইকে। অনেক খুশি হয়েছি। চোখ ভেসে গেল। সেরা গল্পের পুরস্কার পেলে ব্যক্তিগতভাবে অনেক খুশি হতাম।’
২০২০ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন। তিনি বলেন, ‘এই প্রাপ্তি শুধু আমার একার নয়, যাঁরা আমাকে আজও কাজ করার জন্য উৎসাহ দেন, তাঁদের সবার। আমার যতটা স্বপ্ন ছিল, তার চেয়ে বেশি প্রত্যাশা ছিল পরিবারের। তাঁরা ভেবেছেন অন্য অনেক অপশন ছেড়ে আমাদের ছেলে চলচ্চিত্রে কাজ করতে গিয়েছে, সেখানে অবশ্যই এমন কিছু করবে, যেটা আমাদের সবার জন্য গর্বের হবে। তাই পরিবারকে খুশি করতে পেরেছি এটা আমার জন্যও অনেক গর্বের মনে হচ্ছে।’
‘গোর’ সিনেমায় অভিনয় করে রোজালিন দীপান্বিতা মার্টিন পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে যুগ্মভাবে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েতের ‘গোর’। সেরা গায়িকার পুরস্কার পাওয়া দিলশাদ নাহার কনা বলেন, ‘পুরস্কারপ্রাপ্তি সবাইকেই আনন্দ দেয়, নতুন ও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়, আর সেটি যদি হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তখন মনে হয় আমি হয়তো সারা জীবন এই আরাধ্য বস্তুটির পেছনেই ছুটেছিলাম। মনে হচ্ছে, গানের পেছনে আমার সকল শ্রম আর প্রচেষ্টা আজ পূর্ণতা পেল। পরম করুণাময়ের প্রতি শুকরিয়া জানাই। ধন্যবাদ জানাই বিশ্বসুন্দরী সিনেমার প্রযোজক, পরিচালকসহ কলাকুশলীদের।’
গত আগস্টে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা আহ্বান করে মন্ত্রণালয়। জমা পড়ে ২৭টি সিনেমা। এর মধ্যে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র। সাম্প্রতিক সময়ে জাতীয় পুরস্কারের জন্য এত কম সিনেমা আগে জমা পড়েনি। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে শিগগিরই দিনক্ষণ চূড়ান্ত করে ২০২০ সালের পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। নির্ধারিত তারিখে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেরা হলেন যাঁরা
আজীবন সম্মাননা - আনোয়ারা ও রাইসুল ইসলাম আসাদ
চলচ্চিত্র - ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - আড়ং
প্রামাণ্য চলচ্চিত্র - বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়
অভিনেতা - সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)
অভিনেত্রী - দীপান্বিতা মার্টিন (গোর)
পরিচালক - গাজী রাকায়েত হোসেন (গোর)
পার্শ্ব অভিনেতা - এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
পার্শ্ব অভিনেত্রী - অপর্ণা ঘোষ (গণ্ডি)
খল-অভিনেতা - মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর)
শিশুশিল্পী - মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার - মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)
সংগীত পরিচালক - বেলাল খান (বিশ্বাস যদি যায়রে...)
নৃত্য পরিচালক - প্রয়াত মো. সহিদুর রহমান (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
গায়ক - মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
গায়িকা (যৌথ) দিলশাদ নাহার কনা (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
গায়িকা (যৌথ) - সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি; বীর)
গীতিকার - কবির বকুল (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
সুরকার - মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
কাহিনিকার - গাজী রাকায়েত হোসেন (গোর)
চিত্রনাট্যকার - গাজী রাকায়েত হোসেন (গোর)
সংলাপ রচয়িতা - ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
সম্পাদক - মো. শরিফুল ইসলাম (গোর)
শিল্প নির্দেশক - উত্তম কুমার গুহ (গোর)
চিত্রগ্রাহক - পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর)
শব্দগ্রাহক - কাজী সেলিম আহম্মেদ (গোর)
পোশাক ও সাজসজ্জা - এনামতারা বেগম (গোর)
মেকআপম্যান - মোহাম্মদ আলী বাবুল
২০২০ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল অবদানের জন্যও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদানের ঘোষণা করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সেই তালিকায় দেখা গেছে ২০২০ সালে ২৭টি শাখায় ৩০ জন শিল্পী এ পুরস্কার পেয়েছেন। তিনটি শাখায় যুগ্মভাবে পুরস্কার দেওয়া হচ্ছে। ১১টি শাখায় পুরস্কার জিতেছে সরকারি অনুদানের ছবি ‘গোর’। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি কখনোই মনে করি না, শিল্পের মূল্যায়ন পুরস্কার দিয়ে করা যায়। পুরস্কারের নিরিখে শিল্পের মূল্যায়ন হয় না। তবে পুরস্কৃত হলে শিল্পটি বা কর্মটির প্রতি দর্শক আগ্রহী হয়, শিল্পটি বেঁচে যায়। দর্শক সেটি দেখতে চায়। এই যে গোর ছবিটি অ্যাওয়ার্ড পেল, এতে করে হয়তো সিনেমাটির দর্শক বাড়বে। অনেকেই নতুন করে সিনেমাটি দেখতে চাইবেন। এতেই আমি আনন্দিত।’
সেরা চলচ্চিত্র পুরস্কার পাওয়া চয়নিকা চৌধুরী বলেন, ‘চেয়েছিলাম বেস্ট ফিল্ম বানাতে। বেস্ট ফিল্মসহ মোট ৮টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বিশ্বসুন্দরী। ধন্যবাদ দলের সবাইকে। অনেক খুশি হয়েছি। চোখ ভেসে গেল। সেরা গল্পের পুরস্কার পেলে ব্যক্তিগতভাবে অনেক খুশি হতাম।’
২০২০ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন। তিনি বলেন, ‘এই প্রাপ্তি শুধু আমার একার নয়, যাঁরা আমাকে আজও কাজ করার জন্য উৎসাহ দেন, তাঁদের সবার। আমার যতটা স্বপ্ন ছিল, তার চেয়ে বেশি প্রত্যাশা ছিল পরিবারের। তাঁরা ভেবেছেন অন্য অনেক অপশন ছেড়ে আমাদের ছেলে চলচ্চিত্রে কাজ করতে গিয়েছে, সেখানে অবশ্যই এমন কিছু করবে, যেটা আমাদের সবার জন্য গর্বের হবে। তাই পরিবারকে খুশি করতে পেরেছি এটা আমার জন্যও অনেক গর্বের মনে হচ্ছে।’
‘গোর’ সিনেমায় অভিনয় করে রোজালিন দীপান্বিতা মার্টিন পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে যুগ্মভাবে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েতের ‘গোর’। সেরা গায়িকার পুরস্কার পাওয়া দিলশাদ নাহার কনা বলেন, ‘পুরস্কারপ্রাপ্তি সবাইকেই আনন্দ দেয়, নতুন ও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়, আর সেটি যদি হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তখন মনে হয় আমি হয়তো সারা জীবন এই আরাধ্য বস্তুটির পেছনেই ছুটেছিলাম। মনে হচ্ছে, গানের পেছনে আমার সকল শ্রম আর প্রচেষ্টা আজ পূর্ণতা পেল। পরম করুণাময়ের প্রতি শুকরিয়া জানাই। ধন্যবাদ জানাই বিশ্বসুন্দরী সিনেমার প্রযোজক, পরিচালকসহ কলাকুশলীদের।’
গত আগস্টে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা আহ্বান করে মন্ত্রণালয়। জমা পড়ে ২৭টি সিনেমা। এর মধ্যে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র। সাম্প্রতিক সময়ে জাতীয় পুরস্কারের জন্য এত কম সিনেমা আগে জমা পড়েনি। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে শিগগিরই দিনক্ষণ চূড়ান্ত করে ২০২০ সালের পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। নির্ধারিত তারিখে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেরা হলেন যাঁরা
আজীবন সম্মাননা - আনোয়ারা ও রাইসুল ইসলাম আসাদ
চলচ্চিত্র - ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - আড়ং
প্রামাণ্য চলচ্চিত্র - বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়
অভিনেতা - সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)
অভিনেত্রী - দীপান্বিতা মার্টিন (গোর)
পরিচালক - গাজী রাকায়েত হোসেন (গোর)
পার্শ্ব অভিনেতা - এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
পার্শ্ব অভিনেত্রী - অপর্ণা ঘোষ (গণ্ডি)
খল-অভিনেতা - মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর)
শিশুশিল্পী - মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার - মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)
সংগীত পরিচালক - বেলাল খান (বিশ্বাস যদি যায়রে...)
নৃত্য পরিচালক - প্রয়াত মো. সহিদুর রহমান (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
গায়ক - মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
গায়িকা (যৌথ) দিলশাদ নাহার কনা (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
গায়িকা (যৌথ) - সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি; বীর)
গীতিকার - কবির বকুল (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
সুরকার - মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে; বিশ্বসুন্দরী)
কাহিনিকার - গাজী রাকায়েত হোসেন (গোর)
চিত্রনাট্যকার - গাজী রাকায়েত হোসেন (গোর)
সংলাপ রচয়িতা - ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
সম্পাদক - মো. শরিফুল ইসলাম (গোর)
শিল্প নির্দেশক - উত্তম কুমার গুহ (গোর)
চিত্রগ্রাহক - পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর)
শব্দগ্রাহক - কাজী সেলিম আহম্মেদ (গোর)
পোশাক ও সাজসজ্জা - এনামতারা বেগম (গোর)
মেকআপম্যান - মোহাম্মদ আলী বাবুল
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে