রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর এলাকা থেকে নরসিংদী সদর ও ঢাকা-সিলেট হাইওয়েতে আসা যাওয়ার জন্য পার হতে হয় শ্রীরামপুর রেলগেট। কিন্তু এ রেলগেটে যানজটের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
সামান্য একটু রাস্তা পার হওয়ার জন্য নষ্ট করতে হয় ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান সময়। ঢাকা, চট্টগ্রাম বা সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনের কারণে এ রাস্তায় যানজট লেগেই থাকে।
গত ৩ অক্টোবর রায়পুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের কোটি টাকা ক্ষতি হওয়ার পর টনক নড়েছিল প্রশাসনের। স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনার খবর সঠিক সময়ে পেলেও রেলগেটের জ্যামের কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। ১০ মিনিটের রাস্তা আসতে তাদের সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা। ততক্ষণে আগুন কেড়ে নিয়েছে একাধিক ব্যবসায়ীর স্বপ্ন।
এ ঘটনার তিন দিন পর (৭ অক্টোবর) পৌর এলাকার রেলগেটে যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় রেলগেটের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে আনসার বাহিনীর সদস্যদের জ্যামের জায়গায় দেওয়া হয়। ওই সময় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পূজার পর আনসার বাহিনী তুলে নেওয়া হয়। ফলে আবারও দেখা দিয়েছে তীব্র যানজট।
বর্তমানে অবৈধ স্থাপনাগুলো না থাকলেও যানজটের ভোগান্তি থেমে নেই। এখনো প্রতিনিয়তই জ্যামে পড়ে অনেকটা সময় পার করতে হচ্ছে সাধারণ জনগণকে। এতে করে সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যানজটের বিষয়টি নিয়ে ভালো একটি পরিকল্পনা করেছিলাম। এখন তো তফসিল হয়ে গেছে। ২৬ ডিসেম্বর ভোট। এখন আর আমার কিছু করার নেই। তবে আবার মেয়র নির্বাচিত হতে পারলে এ সমস্যার সঠিক পদক্ষেপ নেওয়া হবে। যেন সাধারণ মানুষ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পায় সে লক্ষ্যে কাজ করব।’
এদিকে যানজটের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক বলেন, ‘শ্রীরামপুর রেলগেটে জ্যামের বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করেছি। আমি, ইউএনও, উপজেলা প্রকৌশলী ওই স্থান পরিদর্শন করেছি। রেলের পূর্বদিকে সেতুর নিচ দিয়ে বিকল্প একটি রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছি। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করব। এ প্রকল্পের কাজ শেষ হলে আশা করি এই জ্যাম থাকবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু রেলগেটের যানজট পৌরসভার আওতাধীন সে জন্য সেখানে উন্নয়ন করার জন্য পৌরসভা কর্তৃপক্ষ দায়বদ্ধ। এখানে আমাদের উপজেলা পরিষদ থেকে বিনিয়োগের সুযোগ কম। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভার কাজের উপযোগী করে দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ছাড়া রেলগেটের পার্শ্ববর্তী মহিষমারা রোডে বাইপাস সড়কের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।’
নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর এলাকা থেকে নরসিংদী সদর ও ঢাকা-সিলেট হাইওয়েতে আসা যাওয়ার জন্য পার হতে হয় শ্রীরামপুর রেলগেট। কিন্তু এ রেলগেটে যানজটের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
সামান্য একটু রাস্তা পার হওয়ার জন্য নষ্ট করতে হয় ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান সময়। ঢাকা, চট্টগ্রাম বা সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনের কারণে এ রাস্তায় যানজট লেগেই থাকে।
গত ৩ অক্টোবর রায়পুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের কোটি টাকা ক্ষতি হওয়ার পর টনক নড়েছিল প্রশাসনের। স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনার খবর সঠিক সময়ে পেলেও রেলগেটের জ্যামের কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। ১০ মিনিটের রাস্তা আসতে তাদের সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা। ততক্ষণে আগুন কেড়ে নিয়েছে একাধিক ব্যবসায়ীর স্বপ্ন।
এ ঘটনার তিন দিন পর (৭ অক্টোবর) পৌর এলাকার রেলগেটে যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় রেলগেটের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে আনসার বাহিনীর সদস্যদের জ্যামের জায়গায় দেওয়া হয়। ওই সময় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পূজার পর আনসার বাহিনী তুলে নেওয়া হয়। ফলে আবারও দেখা দিয়েছে তীব্র যানজট।
বর্তমানে অবৈধ স্থাপনাগুলো না থাকলেও যানজটের ভোগান্তি থেমে নেই। এখনো প্রতিনিয়তই জ্যামে পড়ে অনেকটা সময় পার করতে হচ্ছে সাধারণ জনগণকে। এতে করে সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যানজটের বিষয়টি নিয়ে ভালো একটি পরিকল্পনা করেছিলাম। এখন তো তফসিল হয়ে গেছে। ২৬ ডিসেম্বর ভোট। এখন আর আমার কিছু করার নেই। তবে আবার মেয়র নির্বাচিত হতে পারলে এ সমস্যার সঠিক পদক্ষেপ নেওয়া হবে। যেন সাধারণ মানুষ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পায় সে লক্ষ্যে কাজ করব।’
এদিকে যানজটের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক বলেন, ‘শ্রীরামপুর রেলগেটে জ্যামের বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করেছি। আমি, ইউএনও, উপজেলা প্রকৌশলী ওই স্থান পরিদর্শন করেছি। রেলের পূর্বদিকে সেতুর নিচ দিয়ে বিকল্প একটি রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছি। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করব। এ প্রকল্পের কাজ শেষ হলে আশা করি এই জ্যাম থাকবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু রেলগেটের যানজট পৌরসভার আওতাধীন সে জন্য সেখানে উন্নয়ন করার জন্য পৌরসভা কর্তৃপক্ষ দায়বদ্ধ। এখানে আমাদের উপজেলা পরিষদ থেকে বিনিয়োগের সুযোগ কম। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভার কাজের উপযোগী করে দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ছাড়া রেলগেটের পার্শ্ববর্তী মহিষমারা রোডে বাইপাস সড়কের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে