Ajker Patrika

চৌগাছার মানব পাচার মামলায় অভিযোগপত্র

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ১৪
চৌগাছার মানব পাচার মামলায় অভিযোগপত্র

যশোরের চৌগাছায় মানব পাচার মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে যশোর আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। গত মঙ্গলবার মামলাটির তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক এই অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার কুলিয়া দক্ষিণপাড়ার আব্বাস আলী মণ্ডল, নজরুল ইসলাম নজু, বড় আন্দুলিয়া গ্রামের ইউনুচ আলী মণ্ডল, চৌগাছা পৌরসভার তারিনিবাস গ্রামের ফারুক হোসেন মণ্ডল এবং ঝিনাইদহের মহেশপুরের শাহাজান আলী।

গত ২০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচপীরতলা বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা কুলিয়া গ্রামের আব্বাস আলীর বাড়িতে অভিযান চালান। সেখানে ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে তাঁর বাড়িতে এনে আটকে রাখা নারী ও শিশুসহ ১৩ জনকে উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যান আব্বাস।

এ বিষয়ে বিজিবির হাবিলদার শফিকুল ইসলাম চৌগাছা থানায় মানব পাচার দমন আইনে আব্বাসসহ অপরিচিত আরও কয়েকজনের নামে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে, নজরুল ইসলাম, ইউনুচ আলী ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত