Ajker Patrika

‘বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী প্রার্থীদের’

দিঘলিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
‘বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী প্রার্থীদের’

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, ইতোমধ্যে নৌকার বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। এরপরও যদি কেউ নির্বাচনে নৌকা বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করের তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গত শুক্রবার দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় বিশেষ কর্মী সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নাই। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসনে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বি এম সালাম, মোস্তফা কামাল খোকন, রফিকুর রহমান রিপন, মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, এ্যাডভোকেট ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, এম এ রিয়াজ কচি, হালিমা ইসলাম, মোজাফ্ফর মোল্লা, ফারহানা নাজনিন, ফারজানা নিশা, সামসুন্নাহার, জামিল খান, কৃষকলীগ নেতা মানিকুজ্জামান অশোক, প্রতাপ কুমার, সরদার জাকির হোসেন প্রমুখ।।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত