Ajker Patrika

বিরিয়ানি খাইয়ে বন্ধুর বাইক চুরি

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৫৬
বিরিয়ানি খাইয়ে বন্ধুর বাইক চুরি

সাতক্ষীরার পাটকেলঘাটায় বন্ধুর মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। গত শনিবার দুপুরে পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সৌরভ হোসেন পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী সৌরভ হোসেন বলেন, ‘বেশ কিছু দিন আগে আমি সাতক্ষীরার ইয়ামাহা ব্র্যান্ডের শোরুম থেকে ২ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনি। সপ্তাহখানেক আগে যশোরের রাজ নামের এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। অল্প দিনের পরিচয় হলেও আমাদের মাঝে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। রাজ প্রায় দিনই মুঠোফোনে আমার খোঁজ খবর নিতেন। শনিবার সকালে তিনি আমাকে তাঁর বোনের জন্মদিনের কথা বলে পাটকেলঘাটা হাজি বিরিয়ানি হাউসে যেতে বলেন। আমি আমার আরও চার বন্ধুকে সেখানে যাই, বিরিয়ানি খাই। খাওয়া শেষে সে আমার পার্কিংয়ের কথা বলে আমার কাছ আমার মোটরসাইকেলের থেকে চাবি নেন। আমি কোনো কিছু না ভেবেই তাঁকে চাবি দিয়ে দিই। কিছুক্ষণ পর বাইরে গিয়ে দেখি সেখানে আমার মোটরসাইকেল নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাজ ফিরে না আসলে আমরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করি। এ সময় তাঁর মোবাইল বন্ধ দেখায়। পরে নিরুপায় হয়ে পাটকেলঘাটা থানায় অভিযোগ করি।

পাটকেলঘাটা থানার পরিদর্শক (এসআই) কাঞ্চন কুমার রায় বলেন, ‘অভিযোগ পেয়েছি, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত