Ajker Patrika

আবাসনের জায়গা দখল করে মিলঘর

মনজুর রহমান, লালমোহন
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০: ৩৭
আবাসনের জায়গা দখল করে মিলঘর

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ আবাসন প্রকল্পের জায়গা দখল করে রাইসমিল বসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে প্রকল্পের স্থাপনার সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় আনোয়ার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা যায়, ২০০৭ সালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অসহায় ও ভূমিহীনদের আশ্রয়ের জন্য রায়চাঁদ আবাসন প্রকল্পের আওতায় ৩০টি ঘর তৈরি করা হয়। তবে প্রকল্পের আওতায় কমিউনিটি সেন্টারের জন্য নির্ধারিত জায়গাটি দখল করে নেন একই এলাকার আবদুল কারীর ছেলে আনোয়ার। সেখানে রাইসমিল বসান তিনি।

এদিকে স্থানীয় ইউপি সদস্য বশির আহমেদের আত্মীয় হওয়ায় আনোয়ারের স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে আনোয়ারের কাছ থেকে আবাসনের জায়গা উদ্ধারে উপজেলা ভূমি অফিসে আবেদন করেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম চরউমেদ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবুল কালাম আজাদ বলেন, তদন্ত করেছি। উপজেলা ভূমি অফিসে তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ বিষয়ে আনোয়ার বলেন, এখানে কমিউনিটি সেন্টার হওয়ার কথা ছিল, তবে হয়নি। তাই জায়গা খালি পেয়ে রাইসমিল ও মুদি দোকান দিয়েছি। তবে শৌচাগারের ইট ও রড নিয়ে যাওয়ার বিষয়টি সত্য নয়।

ইউপি সদস্য বশির আহমেদ বলেন, শুনেছি আনোয়ারদের জায়গার উপর আবাসন নির্মাণ হয়েছিল। তাই সে খালি জায়গা পেয়ে সেখানে বসেছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, এরকম একটা অভিযোগ পেয়েছি। সেটির বিষয়ে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত