ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
‘রেল জাদুঘরে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি, সমাধিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর চশমা, মুজিব কোট, মুজিবনগর স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ অনেক কিছু দেখতে পেরেছি। মা আমাকে এসব চিনিয়ে দিয়েছেন। তা ছাড়া ভিডিও দেখেছি। আমার খুব ভালো লেগেছে। আমি বড় হয়ে এসব জায়গায় এগুলো দেখতে যাব।’
কথাগুলো পাশের ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেনের। গতকাল মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে ভেড়ামারা রেলস্টেশনে বঙ্গবন্ধু স্মৃতি রেল জাদুঘর দেখতে যায় সে।
কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে গত রোববার থেকে চার দিনের জন্য বঙ্গবন্ধু স্মৃতি রেল জাদুঘর দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকে। বিভিন্ন এলাকার শিক্ষার্থীসহ শিশু থেকে বৃদ্ধ বয়সী দর্শনার্থীরা তা ঘুরে দেখেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেড়ামারা রেলস্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি নিয়ে আসা হয় গত শনিবার সন্ধ্যায়। রবি থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত এটি রেলস্টেশনে অবস্থান করে। সকাল ৯টা থেকে দুপুর ১টা, আবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটি। প্রতিদিনই ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
ভ্রাম্যমাণ এই রেল জাদুঘরে ঢুকেই দর্শনার্থীরা ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। পরিচিত হতে পেরেছেন জাতির পিতার শৈশবের দিনগুলোর সঙ্গে। পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের নেতা হয়ে ওঠার চিত্র।
জাদুঘর দেখতে আসা চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয়া আফরিন মাহি বলে, ‘এভাবে ভ্রাম্যমাণ জাদুঘরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও দেখতে পাব কখনো ভাবিনি। অনেক অজানা তথ্য জানতে পেরেছি।’
প্রতিভা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, এখানে বঙ্গবন্ধুর শিশুকাল থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্ম অনেক ধারণা পেয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের প্রশংসনীয় উদ্যোগ। আবেগ ও মনোযোগসহ জাদুঘর ঘুরে দেখেছেন।
‘রেল জাদুঘরে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি, সমাধিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর চশমা, মুজিব কোট, মুজিবনগর স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ অনেক কিছু দেখতে পেরেছি। মা আমাকে এসব চিনিয়ে দিয়েছেন। তা ছাড়া ভিডিও দেখেছি। আমার খুব ভালো লেগেছে। আমি বড় হয়ে এসব জায়গায় এগুলো দেখতে যাব।’
কথাগুলো পাশের ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেনের। গতকাল মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে ভেড়ামারা রেলস্টেশনে বঙ্গবন্ধু স্মৃতি রেল জাদুঘর দেখতে যায় সে।
কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে গত রোববার থেকে চার দিনের জন্য বঙ্গবন্ধু স্মৃতি রেল জাদুঘর দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকে। বিভিন্ন এলাকার শিক্ষার্থীসহ শিশু থেকে বৃদ্ধ বয়সী দর্শনার্থীরা তা ঘুরে দেখেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেড়ামারা রেলস্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি নিয়ে আসা হয় গত শনিবার সন্ধ্যায়। রবি থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত এটি রেলস্টেশনে অবস্থান করে। সকাল ৯টা থেকে দুপুর ১টা, আবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটি। প্রতিদিনই ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
ভ্রাম্যমাণ এই রেল জাদুঘরে ঢুকেই দর্শনার্থীরা ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। পরিচিত হতে পেরেছেন জাতির পিতার শৈশবের দিনগুলোর সঙ্গে। পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের নেতা হয়ে ওঠার চিত্র।
জাদুঘর দেখতে আসা চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয়া আফরিন মাহি বলে, ‘এভাবে ভ্রাম্যমাণ জাদুঘরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও দেখতে পাব কখনো ভাবিনি। অনেক অজানা তথ্য জানতে পেরেছি।’
প্রতিভা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, এখানে বঙ্গবন্ধুর শিশুকাল থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্ম অনেক ধারণা পেয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের প্রশংসনীয় উদ্যোগ। আবেগ ও মনোযোগসহ জাদুঘর ঘুরে দেখেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে