ক্রীড়া ডেস্ক
ফুটবল মাঠে ফুল ফোটানো জাদুকরের মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। যাঁর হাত ধরে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো দেখা পেয়েছিল আরাধ্যের সেই ট্রফি, যেটি আবার স্পর্শ করতে ৩৬ বছর অপেক্ষায় আলবিসেলেস্তারা। সেই বিশ্বকাপেরই গ্রুপ পর্বের ম্যাচে যখন টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায়, তখন আলোচনায় ডিয়েগো ম্যারাডোনা।
মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লাওতারো মার্তিনেজ জানালেন নিজেদের মতো করে তাঁকে স্মরণ করার কথা। আর্জেন্টিনা ফরোয়ার্ড বললেন, ‘ম্যারাডোনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমরা সর্বোচ্চ উপায়েই তাঁকে স্মরণ করেছি। আজ (গতকাল) সবার মন খারাপের দিন, আশা করি তাঁর জন্যই আগামীকাল খুশির খবর দিতে পারব।’
ম্যারাডোনার স্মৃতি স্মরণ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও। তাঁর স্মরণে জয় দিয়ে বিশ্বকাপের গ্রুপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বললেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে তাঁর দল, ‘দল একটা ধাক্কা খেয়েছে অবশ্যই। কিন্তু আমরা নিজেদের উন্নতির জন্য প্রস্তুত। আমাদের ভালো কিছুর জন্য পুরো দেশ অপেক্ষায় আছে। মাঠে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, কোনো ছাড় দেব না।’
ছাড় দেওয়ার সুযোগই নেই আর্জেন্টিনার। মেক্সিকোর বিপক্ষে ম্যাচই ফাইনাল। হারলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে যাবে দুইবারের চ্যাম্পিয়নদের। দলের তারকা স্ট্রাইকার মার্তিনেজ তাই বললেন, ‘আগামীকাল (আজ) আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা। এই ম্যাচ এতই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতের অনেক কিছুই এর ওপর নির্ভর করছে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
মেক্সিকো ম্যাচ যে সহজ হবে না, সে কথাও স্বীকার করে নিচ্ছেন মার্তিনেজ, ‘বিশ্বকাপে আমরা জয়ে ফিরতে চাই। এখন সব মনোযোগ মেক্সিকোকে কেন্দ্র করেই। দল হিসেবে আমরা একতাবদ্ধ এবং শক্তিশালীও, যারা নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণাও রাখে।’
আর্জেন্টিনার সমর্থকেরাও জানেন, সামর্থ্যের সেরাটা খেলতে পারলে জয় অসম্ভব নয়। সেটাই করে দেখানোর পালা মার্তিনেজদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ফুটবল মাঠে ফুল ফোটানো জাদুকরের মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। যাঁর হাত ধরে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো দেখা পেয়েছিল আরাধ্যের সেই ট্রফি, যেটি আবার স্পর্শ করতে ৩৬ বছর অপেক্ষায় আলবিসেলেস্তারা। সেই বিশ্বকাপেরই গ্রুপ পর্বের ম্যাচে যখন টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায়, তখন আলোচনায় ডিয়েগো ম্যারাডোনা।
মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লাওতারো মার্তিনেজ জানালেন নিজেদের মতো করে তাঁকে স্মরণ করার কথা। আর্জেন্টিনা ফরোয়ার্ড বললেন, ‘ম্যারাডোনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমরা সর্বোচ্চ উপায়েই তাঁকে স্মরণ করেছি। আজ (গতকাল) সবার মন খারাপের দিন, আশা করি তাঁর জন্যই আগামীকাল খুশির খবর দিতে পারব।’
ম্যারাডোনার স্মৃতি স্মরণ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও। তাঁর স্মরণে জয় দিয়ে বিশ্বকাপের গ্রুপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বললেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে তাঁর দল, ‘দল একটা ধাক্কা খেয়েছে অবশ্যই। কিন্তু আমরা নিজেদের উন্নতির জন্য প্রস্তুত। আমাদের ভালো কিছুর জন্য পুরো দেশ অপেক্ষায় আছে। মাঠে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, কোনো ছাড় দেব না।’
ছাড় দেওয়ার সুযোগই নেই আর্জেন্টিনার। মেক্সিকোর বিপক্ষে ম্যাচই ফাইনাল। হারলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে যাবে দুইবারের চ্যাম্পিয়নদের। দলের তারকা স্ট্রাইকার মার্তিনেজ তাই বললেন, ‘আগামীকাল (আজ) আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা। এই ম্যাচ এতই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতের অনেক কিছুই এর ওপর নির্ভর করছে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
মেক্সিকো ম্যাচ যে সহজ হবে না, সে কথাও স্বীকার করে নিচ্ছেন মার্তিনেজ, ‘বিশ্বকাপে আমরা জয়ে ফিরতে চাই। এখন সব মনোযোগ মেক্সিকোকে কেন্দ্র করেই। দল হিসেবে আমরা একতাবদ্ধ এবং শক্তিশালীও, যারা নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণাও রাখে।’
আর্জেন্টিনার সমর্থকেরাও জানেন, সামর্থ্যের সেরাটা খেলতে পারলে জয় অসম্ভব নয়। সেটাই করে দেখানোর পালা মার্তিনেজদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে