ঈদের ইত্যাদিতে রবি চৌধুরীর অভিনয়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মজার পর্বগুলোর মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রায় প্রতি ঈদে বিভিন্ন বিষয়ের ওপর এ অনুষ্ঠানে পরিবেশিত হয় এই ড্রামা। এবারের ইত্যাদিতে তিনটি ভিন্ন বিষয়ের ওপর তিনটি মিউজিক্যাল ড্রামা প্রচারিত হবে। ঈদের ইত্যাদি, তাই মিউজিক্যাল ড্রামায় ঈদকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

ছোট-বড়, ধনী-গরিব সব বয়স ও পেশার মানুষ মেতে ওঠে ঈদের আনন্দে। কিন্তু সবাই কি এ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পান? তিনটি ড্রামা তৈরি হয়েছে এই থিমের ওপরে।

এর একটিতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীকে। ইত্যাদিতে এই প্রথম তাঁকে অভিনয়ে দেখা গেলেও ক্যামেরার সামনে তিনি নতুন নন। এর আগে ‘ফেরারি সুখ’ নামের একটি টেলিফিল্ম ও ‘আগন্তুক’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন রবি। বাকি দুটি ড্রামায় অভিনয় করেছেন রিচি সোলায়মান, প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রাশেদ মামুন অপু ও রিমু রোজা খন্দকার।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত