Ajker Patrika

কাজে অনিয়ম, ব্যবস্থা নিলেন ইউপি চেয়ারম্যান

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ০০
কাজে অনিয়ম, ব্যবস্থা নিলেন ইউপি চেয়ারম্যান

কক্সবাজারের পেকুয়ায় লবণাক্ত পানি দিয়ে সড়ক সংস্কারের কাজ চলছিল। গতকাল শুক্রবার সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘পেকুয়া বাজার থেকে রাজাখালী আরব শাহ বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে সংশ্লিষ্ট ঠিকাদার আজম কনস্ট্রাকশন দায়সারাভাবে কাজ করছিল। সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও লবণাক্ত পানি ব্যবহারের বিষয়ে একাধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও আমরা সুরাহা পাইনি। পরে ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি সরেজমিনে যান সেখানে। পরে সংস্কারকাজ বন্ধ করে দেন।’

এ ব্যাপারে রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে আমি সরেজমিনে সংস্কারকাজে নানা অনিয়ম দেখতে পাই। তাৎক্ষণিক আমি লবণাক্ত পানি দিয়ে সংস্কারকাজ বন্ধ করে দিই। বিষয়টি এলজিইডির পেকুয়া উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। কারণ লবণাক্ত পানি দিয়ে সংস্কারকাজ করা হলে তা টেকসই হবে না।’

জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আজম কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক মেহেদী হাসান বলেন, ‘মিঠাপানি না পাওয়াতে আমরা লবণাক্ত পানি ব্যবহার করেছি। ইউপি চেয়ারম্যান আমাদের মিঠাপানির ব্যবস্থা করে দেবেন বলেছেন। এখন থেকে সেই পানি দিয়ে সংস্কারকাজ করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ায় প্রকৌশল লুৎফর রহমান বলেন, সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত