জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২২, ০৭: ০১
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬: ০৯

ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার নানা আয়োজনে বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে স্বাধীনতা দিবসে গতকাল সকাল ৭টায় মনুবেপারীর ঢাল এলাকায় উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল আব্দুল্লাহ আল রনী প্রমুখ।

দোহার: ঢাকার দোহারে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দিনের শুরুতে উপজেলার শহীদ মজনু পার্কে অবস্থিত বিজয়স্তম্ভে এবং বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

সিরাজদিখান: মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ, স্কুল-মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করে। পুষ্পস্তবক অর্পণ ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিনা আক্তার তুহিন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সহকারী পুলিশ সুপার মো. রাসেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।

শ্রীনগর: শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীনতার দিবস পালিত হয়েছে। শ্রীনগর উপজেলা প্রশাসন শনিবার ভোরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৮টায় শ্রীনগর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করা হয়। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাব প্রমুখ।

গজারিয়ায়: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিনটি শুরু করা হয়।

সকাল ৮টায় গজারিয়া পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সকল স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত