কাজল সরকার, হবিগঞ্জ
সংস্কারের অভাবে বাহুবল উপজেলা শহরের প্রধান সড়কটি বেহাল হয়ে আছে। খানাখন্দে ভরা সড়ক অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কে পানি জমে কাদায় রূপ নেয়। এ অবস্থায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মধ্যবাজার অংশে। উপজেলা প্রশাসনের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মোড় পর্যন্ত বেহাল হয়েছে সড়কটি।
বাহুবল বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এই সড়ক। একাধিকবার উপজেলা পরিষদের কাছে দাবি জানিয়ে এলেও শুধু আশ্বাসই পেয়েছেন তাঁরা। সড়কটি খারাপ হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। অনেক সময় ভাঙা সড়কের কারণে ঘটছে দুর্ঘটনা।
এ বাজারের ব্যবসায়ী আলফু মিয়া বলেন, ‘প্রায় চার বছর ধরে সড়কটির এ অবস্থা। একাধিকবার বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংস্কারের জন্য উপজেলা পরিষদের কাছে দাবি জানানো হয়। কিন্তু বারবার তাঁরা আশ্বস্ত করলেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। দ্রুত এ সড়ক সংস্কারের দাবি জানাই।’
মধ্য বাজারের ব্যবসায়ী মো. রমিজ আলী বলেন, ‘এটি উপজেলার প্রধান সড়ক; অথচ এটি বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। সড়কের এই নাজুক অবস্থার কারণে আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। ভাঙা সড়কের জন্য ক্রেতারা বাজারে আসতে চান না।’
অটোরিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে কত গ্রামে যাই আমরা। কিন্তু গ্রামের মাটির সড়কও এর চেয়ে ভালো। এই সড়কে যাতায়াতে আমাদের গাড়ির বিভিন্ন পার্স ভেঙে যায়। শুকনো মৌসুমে শুধু ভাঙা থাকলেও বৃষ্টির দিনে সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। পানি আর কাদায় সড়ক ফসলি খেতে পরিণত হয় তখন।’
বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, ‘জেলা পরিষদের সমন্বয় সভায় আমি বারবার সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়েছি। সবশেষ সভায় আমার দাবিটি গৃহীত হয়েছে এবং রাস্তাটি সংস্কারের জন্য ১ কোটি ৮ লাখ টাকার একটি টেন্ডারও হয়েছে।’
খলিলুর রহমান আরও বলেন, ‘ইসমাইল হোসেন নামে একজন ঠিকাদার টেন্ডারটি পেয়েছেন। আশা করি, সপ্তাহখানেকের মধ্যেই কাজ শুরু হবে। যত দ্রুত সম্ভব সড়কটি যেন সংস্কার করা হয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ তদারকি করব।’
সংস্কারের অভাবে বাহুবল উপজেলা শহরের প্রধান সড়কটি বেহাল হয়ে আছে। খানাখন্দে ভরা সড়ক অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কে পানি জমে কাদায় রূপ নেয়। এ অবস্থায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মধ্যবাজার অংশে। উপজেলা প্রশাসনের সামনে থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মোড় পর্যন্ত বেহাল হয়েছে সড়কটি।
বাহুবল বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এই সড়ক। একাধিকবার উপজেলা পরিষদের কাছে দাবি জানিয়ে এলেও শুধু আশ্বাসই পেয়েছেন তাঁরা। সড়কটি খারাপ হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। অনেক সময় ভাঙা সড়কের কারণে ঘটছে দুর্ঘটনা।
এ বাজারের ব্যবসায়ী আলফু মিয়া বলেন, ‘প্রায় চার বছর ধরে সড়কটির এ অবস্থা। একাধিকবার বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংস্কারের জন্য উপজেলা পরিষদের কাছে দাবি জানানো হয়। কিন্তু বারবার তাঁরা আশ্বস্ত করলেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। দ্রুত এ সড়ক সংস্কারের দাবি জানাই।’
মধ্য বাজারের ব্যবসায়ী মো. রমিজ আলী বলেন, ‘এটি উপজেলার প্রধান সড়ক; অথচ এটি বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। সড়কের এই নাজুক অবস্থার কারণে আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। ভাঙা সড়কের জন্য ক্রেতারা বাজারে আসতে চান না।’
অটোরিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে কত গ্রামে যাই আমরা। কিন্তু গ্রামের মাটির সড়কও এর চেয়ে ভালো। এই সড়কে যাতায়াতে আমাদের গাড়ির বিভিন্ন পার্স ভেঙে যায়। শুকনো মৌসুমে শুধু ভাঙা থাকলেও বৃষ্টির দিনে সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। পানি আর কাদায় সড়ক ফসলি খেতে পরিণত হয় তখন।’
বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, ‘জেলা পরিষদের সমন্বয় সভায় আমি বারবার সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়েছি। সবশেষ সভায় আমার দাবিটি গৃহীত হয়েছে এবং রাস্তাটি সংস্কারের জন্য ১ কোটি ৮ লাখ টাকার একটি টেন্ডারও হয়েছে।’
খলিলুর রহমান আরও বলেন, ‘ইসমাইল হোসেন নামে একজন ঠিকাদার টেন্ডারটি পেয়েছেন। আশা করি, সপ্তাহখানেকের মধ্যেই কাজ শুরু হবে। যত দ্রুত সম্ভব সড়কটি যেন সংস্কার করা হয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ তদারকি করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে