বাসাইলে ২৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বাসাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮: ০১
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৬

বাসাইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আট চেয়ারম্যান ও ১৯ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা নির্বাচন অফিস। সঠিকভাবে ফরম পূরণ না করা ও ঋণখেলাপির কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে। তবে গত রোববার প্রাথমিক যাচাই-বাছাইয়ের দিনে তাঁদের মনোনয়নপত্র বাতিল হলেও এক দিন পর তা জানানো হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন ফুলকী ইউপির বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, মনিরুজ্জামান মিয়া, আতিকুর রহমান, ইসহাক আলী, দেওয়ান জহিরুল ইসলাম, কাঞ্চনপুর ইউপির এ বি এম মাসুদুল আলম বিপ্লব, হাবলা ইউপির তরিকুল ইসলাম রতন, কাউলজানি ইউপির আবু হানিফ মিয়া। এ ছাড়া চারটি ইউপির সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৭ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যানদের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন-২০১০ অনুযায়ী নির্বাচনে টাকা পাওয়ার উৎস হিসেবে আত্মীয়দের পরিবর্তে অন্য নাম উল্লেখ করায় চার এবং সম্পদ বিবরণের রসিদ না থাকায় দুই ও দলীয় প্যাডে মনোনয়নপত্র প্রাপ্তির স্বীকৃতিপত্র না থাকায় এক ও ঋণখেলাপির অভিযোগে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, ‘বাতিল হওয়া প্রার্থীরা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আপিল করতে হবে। আপিলের বিষয়টি ১৮ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিষ্পত্তি হবে।’

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি এবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি এ উপজেলার চার ইউপিতে ভোট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত