ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার গঠনের পর গতকাল রোববার (১১ আগস্ট) প্রথম মন্ত্রণালয়ে যান তিনি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এই উপদেষ্টা শিক্ষার্থীদের কথা চিন্তা করে সন্ধ্যার পর ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন!
‘সময়ের টিভি ২৪ ঘণ্টার খবর’ নামের সাড়ে ৫ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় ‘এল এক্স ইমন চৌধুরী’ নামের অ্যাকাউন্ট থেকে এ ধরনের একটি পোস্ট করা হয়। পোস্টটিতে নাহিদ ইসলামের এমন মন্তব্যের বিপরীতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। ফেসবুকে ভাইরাল হওয়া একই দাবির অন্যান্য পোস্টগুলোতেও নাহিদ ইসলামের এমন মন্তব্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরে আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গতকাল রোববার (১১ আগস্ট) প্রথমবার মন্ত্রণালয়ে যান নাহিদ ইসলাম। প্রথম কার্যদিবসে গতকাল সকাল ১০টায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রতিবেদন দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। পাশাপাশি ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে এবং মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং কার নির্দেশে এ কাজ করা হয়েছিল তার তদন্ত শুরু হচ্ছে। দায়ীদের শাস্তি পেতে হবে।’
এসব প্রতিবেদনের কোথাও ‘সন্ধ্যার পর শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইন্টারনেট বন্ধ রাখার’ বিষয়ে নাহিদ ইসলামের কথিত মন্তব্যটির কোনো সূত্র পাওয়া যায়নি। পরে নাহিদ ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরেও ইন্টারনেট বন্ধ করার ব্যাপারে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাহিদ ইসলাম তাঁর অ্যাকাউন্টে সবশেষ গত ৯ আগস্ট পোস্ট করেন। পোস্টটিতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে নিহত সবাইকে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রতিবাদী ছাত্র–জনতাকে ধন্যবাদ জানান।
সুতরাং, শিক্ষার্থীদের কথা চিন্তা করে সন্ধ্যার পর ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে নাহিদ ইসলামের কথিত মন্তব্যটি বানোয়াট।
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার গঠনের পর গতকাল রোববার (১১ আগস্ট) প্রথম মন্ত্রণালয়ে যান তিনি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এই উপদেষ্টা শিক্ষার্থীদের কথা চিন্তা করে সন্ধ্যার পর ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন!
‘সময়ের টিভি ২৪ ঘণ্টার খবর’ নামের সাড়ে ৫ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় ‘এল এক্স ইমন চৌধুরী’ নামের অ্যাকাউন্ট থেকে এ ধরনের একটি পোস্ট করা হয়। পোস্টটিতে নাহিদ ইসলামের এমন মন্তব্যের বিপরীতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। ফেসবুকে ভাইরাল হওয়া একই দাবির অন্যান্য পোস্টগুলোতেও নাহিদ ইসলামের এমন মন্তব্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরে আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গতকাল রোববার (১১ আগস্ট) প্রথমবার মন্ত্রণালয়ে যান নাহিদ ইসলাম। প্রথম কার্যদিবসে গতকাল সকাল ১০টায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রতিবেদন দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। পাশাপাশি ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে এবং মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং কার নির্দেশে এ কাজ করা হয়েছিল তার তদন্ত শুরু হচ্ছে। দায়ীদের শাস্তি পেতে হবে।’
এসব প্রতিবেদনের কোথাও ‘সন্ধ্যার পর শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইন্টারনেট বন্ধ রাখার’ বিষয়ে নাহিদ ইসলামের কথিত মন্তব্যটির কোনো সূত্র পাওয়া যায়নি। পরে নাহিদ ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরেও ইন্টারনেট বন্ধ করার ব্যাপারে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাহিদ ইসলাম তাঁর অ্যাকাউন্টে সবশেষ গত ৯ আগস্ট পোস্ট করেন। পোস্টটিতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে নিহত সবাইকে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রতিবাদী ছাত্র–জনতাকে ধন্যবাদ জানান।
সুতরাং, শিক্ষার্থীদের কথা চিন্তা করে সন্ধ্যার পর ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে নাহিদ ইসলামের কথিত মন্তব্যটি বানোয়াট।
ময়মনসিংহের ‘ফুলবাড়ীয়ায় ক্যানসার প্রতিরোধক করোসল গাছের পাতা সংগ্রহে ভিড়’ শিরোনামে ২০২৩ সালের ৫ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। তাতে দাবি করা হয়, ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত করোসল ফলের গাছের পাতা সংগ্রহে ভিড় করছেন রোগীদের স্বজনেরা।
৪ ঘণ্টা আগেভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলাকালে অর্ধশত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এ শিক্ষার্থীদের দেওয়া টিকাগুলো ‘বিষাক্ত’ ছিল। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
৯ ঘণ্টা আগেদাবিটির সত্যতা যাচাইয়ে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে গত শুক্রবার (২৫ অক্টোবর) ‘ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী হাসিনার দল বিক্ষোভের পরিকল্পনা করছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
১ দিন আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগণের লাশের বন্যা ও মৃত্যু চাননি। তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।
৩ দিন আগে