ফ্যাক্টচেক ডেস্ক
আর কদিন পরেই ফ্রান্সের প্যারিসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪-এর আসর। আসরে বিভিন্ন ইভেন্টে নানা দেশ থেকে অংশ নেবেন প্রতিযোগীরা। এই আয়োজন সামনে রেখে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ‘শিশুদের অলিম্পিক গেমস’ দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ধারাভাষ্যসহ বিভিন্ন দেশের শিশুর ভারোত্তোলন, ১০ মিটার দৌড়সহ বেশ কিছু ইভেন্টে অংশ নিতে দেখা যায়।
ট্রোব (Troab) নামের ভারতীয় একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ১৯ জুন পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বেবি অলিম্পিক দেখে খুব আনন্দ হলো।’ এই পেজ থেকে ভিডিওটি ৭৯ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে ১৩ লাখ। ভিডিওটি বাংলাদেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরও শেয়ার করতে দেখা গেছে। একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ফয়েজ আহমেদ ভিডিওটি তাঁর ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, তিনি টুর্নামেন্টটি লাইভ দেখতে চান। কাজী পারভেজ নামে একজন লিখেছেন, ‘এখন থেকে শুধু বেবি অলিম্পিক দেখব।’ তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, অলিম্পিক গেমসের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এমন কোনো আয়োজন করে না। ভিডিওটি অলিম্পিক কমিটির উদ্যোগে তৈরি একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও।
ভিডিওটি সম্পর্কে জানতে রিভার্স ইমেজ অনুসন্ধানে অলিম্পিকের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৩ এপ্রিল পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘যদি সুন্দর শিশুরা অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করত!’ পোস্টটির কমেন্ট বক্সে ভিডিওটি নির্মাণপ্রক্রিয়ার একটি লিংকও যুক্ত করা হয়েছে।
অলিম্পিকের অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটিতে প্রবেশ করে দেখা যায়, ভিডিওটির ক্রিপ্টরাইটার, নির্বাহী প্রযোজক, ক্রিয়েটিভ পরিচালকেরা এটি কীভাবে তৈরি করা হয়েছে, এখানে তার বর্ণনা দিয়েছেন। লিংকটিতে ভিডিওটি নির্মাণের ক্যামেরার পেছনের দৃশ্যও দেখানো হয়েছে। একটি অংশে দেখা যায়, জার্মান শিশু প্রতিযোগীর ভার উত্তোলনের সময় এক ব্যক্তি শিশুটিকে সহায়তা করছেন।
অলিম্পিক কমিটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রায় একই ক্যাপশনে নিজেদের ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও পোস্ট করে। এই পোস্টের ক্যাপশনে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘যদি সুন্দর শিশুরা শীতকালীন অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করত!’ এসব তথ্যের বাইরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির আয়োজনে শিশুদের জন্য অলিম্পিক গেমস আয়োজনের কোনো তথ্য পাওয়া যায় না।
যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপসও জানিয়েছে, শিশুদের জন্য কোনো অলিম্পিক গেমসের আয়োজন করা হয় না।
সুতরাং, বেবি অলিম্পিক বা শিশুদের অলিম্পিক দাবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির ক্যাপশন বিভ্রান্তিকর।
তবে নিউজ অব বাহরাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন অলিম্পিক কমিটির তৈরি ২০১৭ সালের ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়ে একই ধরনের একটি উদ্যোগ নিয়েছিল। ২০১৮ সালের মে মাসে বাহরাইনের রিফা শহরে ৬৬টি নার্সারি ও কিন্ডারগার্টেনের শিশুশিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়।
বাহরাইনের গালফ ডেইলি নিউজে ২০২৩ সালের ২৫ মে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর তৃতীয়বারের মতো শিশুদের জন্য এমন আয়োজন করে বাহরাইন অলিম্পিক কমিটি (বিওসি)।
বিওসির স্পোর্টস প্রজেক্ট ম্যানেজমেন্টের পরিচালক লাউনস ম্যাডেন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘২০১৭ সালে আমরা প্যারাগুয়েতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির (এএনওসি) কংগ্রেসে যোগ দিয়ে বেবি অলিম্পিক গেমসের একটি মজার ভিডিও দেখেছিলাম। সেটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তৈরি করেছে। সেখান থেকেই আমরা বেবি গেমসের ধারণা পাই এবং আমরা তখন বাহরাইনে শিশুদের জন্য একটি জাতীয় অলিম্পিক শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি সত্যিকারের একটি সাফল্য ছিল।’
আর কদিন পরেই ফ্রান্সের প্যারিসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪-এর আসর। আসরে বিভিন্ন ইভেন্টে নানা দেশ থেকে অংশ নেবেন প্রতিযোগীরা। এই আয়োজন সামনে রেখে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ‘শিশুদের অলিম্পিক গেমস’ দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ধারাভাষ্যসহ বিভিন্ন দেশের শিশুর ভারোত্তোলন, ১০ মিটার দৌড়সহ বেশ কিছু ইভেন্টে অংশ নিতে দেখা যায়।
ট্রোব (Troab) নামের ভারতীয় একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ১৯ জুন পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বেবি অলিম্পিক দেখে খুব আনন্দ হলো।’ এই পেজ থেকে ভিডিওটি ৭৯ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে ১৩ লাখ। ভিডিওটি বাংলাদেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরও শেয়ার করতে দেখা গেছে। একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ফয়েজ আহমেদ ভিডিওটি তাঁর ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, তিনি টুর্নামেন্টটি লাইভ দেখতে চান। কাজী পারভেজ নামে একজন লিখেছেন, ‘এখন থেকে শুধু বেবি অলিম্পিক দেখব।’ তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, অলিম্পিক গেমসের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এমন কোনো আয়োজন করে না। ভিডিওটি অলিম্পিক কমিটির উদ্যোগে তৈরি একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও।
ভিডিওটি সম্পর্কে জানতে রিভার্স ইমেজ অনুসন্ধানে অলিম্পিকের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৩ এপ্রিল পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘যদি সুন্দর শিশুরা অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করত!’ পোস্টটির কমেন্ট বক্সে ভিডিওটি নির্মাণপ্রক্রিয়ার একটি লিংকও যুক্ত করা হয়েছে।
অলিম্পিকের অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটিতে প্রবেশ করে দেখা যায়, ভিডিওটির ক্রিপ্টরাইটার, নির্বাহী প্রযোজক, ক্রিয়েটিভ পরিচালকেরা এটি কীভাবে তৈরি করা হয়েছে, এখানে তার বর্ণনা দিয়েছেন। লিংকটিতে ভিডিওটি নির্মাণের ক্যামেরার পেছনের দৃশ্যও দেখানো হয়েছে। একটি অংশে দেখা যায়, জার্মান শিশু প্রতিযোগীর ভার উত্তোলনের সময় এক ব্যক্তি শিশুটিকে সহায়তা করছেন।
অলিম্পিক কমিটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রায় একই ক্যাপশনে নিজেদের ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও পোস্ট করে। এই পোস্টের ক্যাপশনে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘যদি সুন্দর শিশুরা শীতকালীন অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করত!’ এসব তথ্যের বাইরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির আয়োজনে শিশুদের জন্য অলিম্পিক গেমস আয়োজনের কোনো তথ্য পাওয়া যায় না।
যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপসও জানিয়েছে, শিশুদের জন্য কোনো অলিম্পিক গেমসের আয়োজন করা হয় না।
সুতরাং, বেবি অলিম্পিক বা শিশুদের অলিম্পিক দাবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির ক্যাপশন বিভ্রান্তিকর।
তবে নিউজ অব বাহরাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন অলিম্পিক কমিটির তৈরি ২০১৭ সালের ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়ে একই ধরনের একটি উদ্যোগ নিয়েছিল। ২০১৮ সালের মে মাসে বাহরাইনের রিফা শহরে ৬৬টি নার্সারি ও কিন্ডারগার্টেনের শিশুশিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়।
বাহরাইনের গালফ ডেইলি নিউজে ২০২৩ সালের ২৫ মে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর তৃতীয়বারের মতো শিশুদের জন্য এমন আয়োজন করে বাহরাইন অলিম্পিক কমিটি (বিওসি)।
বিওসির স্পোর্টস প্রজেক্ট ম্যানেজমেন্টের পরিচালক লাউনস ম্যাডেন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘২০১৭ সালে আমরা প্যারাগুয়েতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির (এএনওসি) কংগ্রেসে যোগ দিয়ে বেবি অলিম্পিক গেমসের একটি মজার ভিডিও দেখেছিলাম। সেটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তৈরি করেছে। সেখান থেকেই আমরা বেবি গেমসের ধারণা পাই এবং আমরা তখন বাহরাইনে শিশুদের জন্য একটি জাতীয় অলিম্পিক শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি সত্যিকারের একটি সাফল্য ছিল।’
ময়মনসিংহের ‘ফুলবাড়ীয়ায় ক্যানসার প্রতিরোধক করোসল গাছের পাতা সংগ্রহে ভিড়’ শিরোনামে ২০২৩ সালের ৫ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। তাতে দাবি করা হয়, ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত করোসল ফলের গাছের পাতা সংগ্রহে ভিড় করছেন রোগীদের স্বজনেরা।
৮ ঘণ্টা আগেভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলাকালে অর্ধশত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এ শিক্ষার্থীদের দেওয়া টিকাগুলো ‘বিষাক্ত’ ছিল। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
১২ ঘণ্টা আগেদাবিটির সত্যতা যাচাইয়ে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে গত শুক্রবার (২৫ অক্টোবর) ‘ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী হাসিনার দল বিক্ষোভের পরিকল্পনা করছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
১ দিন আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগণের লাশের বন্যা ও মৃত্যু চাননি। তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।
৩ দিন আগে