ফ্যাক্টচেক ডেস্ক
শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। গতকাল শুক্রবার (২ আগস্ট) তাঁদের প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি ছিল। সিলেটে এ কর্মসূচি পালনকালে আখালিয়া, মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত দেড় শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোরও আহত হয়। আহত ওই কিশোরকে এক পুলিশ সদস্য জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে।
দাবি করা হচ্ছে, ওই কিশোর সিলেট মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদের গুলিতে কিশোর আহত হয়েছে। মাসুক আহমদের ছবি দাবিতে অস্ত্র হাতে হেলমেট পরিহিতি এক ব্যক্তির ছবি প্রচার করা হচ্ছে। ছবি দুটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শনিবার (৩ আগস্ট) সকাল ১১টা ২২ মিনিটে একই দাবিতে পোস্ট করা হয়।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সদ্য নিষিদ্ধ ঘোষিত ইসলামি ছাত্র শিবিরের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক দাবিতে ভাইরাল ছবিটি মূলত কক্সবাজারের চকরিয়ার যুবলীগ কর্মী। ভাইরাল ছবিটি তোলা হয় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় ঘটা সংঘর্ষের ঘটনায়। ২০২৩ সালের ১৫ আগস্ট চকরিয়ার পৌর শহরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ‘যুবলীগ নেতার’ অস্ত্র হাতে একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল এ ছবিকেই সিলেট মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদের সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি চালানোর দাবিতে প্রচার করা হচ্ছে।
অস্ত্র হাতে এ যুবলীগ নেতা কে?
অস্ত্র হাতে ভাইরাল এ যুবলীগ নেতার পরিচয় নিয়ে ওই সময় দুটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। ১৭ আগস্ট ‘কক্সবাজারে সংঘর্ষে ‘যুবলীগ নেতার’ অস্ত্র হাতে ছবি ভাইরাল’ শিরোনামে প্রকাশিত প্রথম প্রতিবেদনটিতে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্র হাতে ওই যুবকের নাম বেলাল উদ্দিন। তিনি পৌরসভা যুবলীগের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
তবে বেলাল উদ্দিন ওই সময় দাবি করেন, ভাইরাল ছবিটি তাঁর নয়। বেলাল বলেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। ছবির ব্যক্তিটি তিনি, সেটি প্রমাণ করতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি ওই সময়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যাঁরা মিথ্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার হুঁশিয়ারিও দেন বেলাল।
পরে আজকের পত্রিকার অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এ ব্যক্তির নাম আব্দুল জলিল। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনা বাটামনিপাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন অস্ত্র কারিগর। দেহরক্ষীর মতো করে তিনি সার্বক্ষণিক এমপির সঙ্গেই থাকেন।
এসব প্রতিবেদন থেকে এটি নিশ্চিত যে, সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি চালানোর দাবিতে প্রচার করা ভাইরাল ছবিটি ২০২৩ সালে কক্সবাজারের চকরিয়া থেকে তোলা এবং এ ব্যক্তি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:
শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। গতকাল শুক্রবার (২ আগস্ট) তাঁদের প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি ছিল। সিলেটে এ কর্মসূচি পালনকালে আখালিয়া, মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত দেড় শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোরও আহত হয়। আহত ওই কিশোরকে এক পুলিশ সদস্য জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে।
দাবি করা হচ্ছে, ওই কিশোর সিলেট মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদের গুলিতে কিশোর আহত হয়েছে। মাসুক আহমদের ছবি দাবিতে অস্ত্র হাতে হেলমেট পরিহিতি এক ব্যক্তির ছবি প্রচার করা হচ্ছে। ছবি দুটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শনিবার (৩ আগস্ট) সকাল ১১টা ২২ মিনিটে একই দাবিতে পোস্ট করা হয়।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সদ্য নিষিদ্ধ ঘোষিত ইসলামি ছাত্র শিবিরের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক দাবিতে ভাইরাল ছবিটি মূলত কক্সবাজারের চকরিয়ার যুবলীগ কর্মী। ভাইরাল ছবিটি তোলা হয় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় ঘটা সংঘর্ষের ঘটনায়। ২০২৩ সালের ১৫ আগস্ট চকরিয়ার পৌর শহরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ‘যুবলীগ নেতার’ অস্ত্র হাতে একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল এ ছবিকেই সিলেট মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদের সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি চালানোর দাবিতে প্রচার করা হচ্ছে।
অস্ত্র হাতে এ যুবলীগ নেতা কে?
অস্ত্র হাতে ভাইরাল এ যুবলীগ নেতার পরিচয় নিয়ে ওই সময় দুটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। ১৭ আগস্ট ‘কক্সবাজারে সংঘর্ষে ‘যুবলীগ নেতার’ অস্ত্র হাতে ছবি ভাইরাল’ শিরোনামে প্রকাশিত প্রথম প্রতিবেদনটিতে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্র হাতে ওই যুবকের নাম বেলাল উদ্দিন। তিনি পৌরসভা যুবলীগের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
তবে বেলাল উদ্দিন ওই সময় দাবি করেন, ভাইরাল ছবিটি তাঁর নয়। বেলাল বলেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। ছবির ব্যক্তিটি তিনি, সেটি প্রমাণ করতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি ওই সময়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যাঁরা মিথ্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার হুঁশিয়ারিও দেন বেলাল।
পরে আজকের পত্রিকার অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এ ব্যক্তির নাম আব্দুল জলিল। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনা বাটামনিপাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন অস্ত্র কারিগর। দেহরক্ষীর মতো করে তিনি সার্বক্ষণিক এমপির সঙ্গেই থাকেন।
এসব প্রতিবেদন থেকে এটি নিশ্চিত যে, সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি চালানোর দাবিতে প্রচার করা ভাইরাল ছবিটি ২০২৩ সালে কক্সবাজারের চকরিয়া থেকে তোলা এবং এ ব্যক্তি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:
ভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলাকালে অর্ধশত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এ শিক্ষার্থীদের দেওয়া টিকাগুলো ‘বিষাক্ত’ ছিল। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
৪ ঘণ্টা আগেদাবিটির সত্যতা যাচাইয়ে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে গত শুক্রবার (২৫ অক্টোবর) ‘ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী হাসিনার দল বিক্ষোভের পরিকল্পনা করছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
১ দিন আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগণের লাশের বন্যা ও মৃত্যু চাননি। তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।
৩ দিন আগেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রায় ১ মিনিটের একটি বক্তব্যের ভিডিও দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে আসছে। গতকাল শনিবার একই ভিডিও মাইক্রোব্লগিং সাইট এক্স–এ মিহাদ আহমেদ নামের একটি অ্যাকাউন্ট থেকে ‘স্টেপ ডাউন ইউনূস’ হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হয়। ৫ আগস্টের পর বিভিন্ন সময় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়
৩ দিন আগে