মিস্টার বিন শয্যাশায়ী— ভাইরাল পোস্টটি গুজব

ফ্যাক্টচেক ডেস্ক
Thumbnail image

‘মিস্টার বিন’ নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার! ১৯৯০ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করা টেলিভিশন শোটি জায়গা করে নিয়েছে বিশ্বজুড়ে শত কোটি মানুষের হৃদয়ে। টেলিভিশন শোটিতে ‘মিস্টার বিন’ চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। ২০১২ সালের নভেম্বরে ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মি. বিন চরিত্রে আর হাজির হবে না বলে ঘোষণা দেন। 

সম্প্রতি এই বিখ্যাত অভিনেতা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছেন দাবিতে একটি কোলাজ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কোলাজটিতে দুটি ছবি ব্যবহার করা হয়েছে। বামপাশের ছবিটিকে দাবি করা হয়েছে ১৯৯০ সালের, যখন তিনি যুবক ছিলেন। ডানপাশের ছবিটিকে দাবি করা হয়েছে ২০২৪ সালের, এই সময়ে এসে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন।

কোলাজ ছবিটি গত শুক্রবার (৫ জুলাই) ‘খাদিজা শেখ’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৭ হাজার শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ২ লাখ ৪০ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা মিস্টার বিন তথা রোয়ান অ্যাটকিনসনকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন। যেমন, আইয়ুব রহমান নামে একজন লিখেছেন, ‘কিছু কিছু মানুষকে মরতে দিতে ইচ্ছে হয় না।’ তানজিম সুবর্ণা নামে আরেকজন লিখেছেন, ‘আমাদের সবাইকে হাসাতে হাসাতে আজ সেই নিজেই হাসতে ভুলে গেছে।’ 

ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ওল্ড মেমোরিজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২০ জানুয়ারি পোস্ট করা একটি ভিডিওর থাম্বনেইল হিসেবে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ভিডিওটি ছিল মিস্টার বিন টিভি সিরিজটিতে অভিনয় করা ব্যক্তিদের তখনকার এবং বর্তমান অবস্থা নিয়ে। ভিডিওটির শিরোনাম, ‘মিস্টার বিন টিভি সিরিজ (১৯৯০ থেকে ২০২৪), সকল কলাকুশলীদের তখনকার এবং বর্তমান পরিস্থিতি; অধিকাংশ অভিনেতাই মারা গেছেন’। 

ভিডিওটিতে রোয়ান অ্যাটকিনসন বর্তমানে অসুস্থ দাবিতে ব্যবহৃত ছবিটির ব্যাপারে কোনো তথ্য নেই। শয্যাশায়ী অবস্থার ছবিটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে কোনো ফলাফল পাওয়া যায়নি। 

যুক্তরাজ্যে মোটর স্পোর্টস ইউকের আয়োজিত কার রেসিং প্রতিযোগিতা ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সের ফাইনালে মিস্টার বিনপরে রোয়ান অ্যাটকিনসনের বর্তমান অবস্থা জানতে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইল অনলাইনের একটি প্রতিবেদনে তাঁর একটি ছবি পাওয়া যায়। ডেইলি মেইলের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত রোববার (৭ জুলাই)। প্রতিবেদনটি ছিল যুক্তরাজ্যে মোটর স্পোর্টস ইউকে আয়োজিত কার রেসিং প্রতিযোগিতা ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সের ফাইনালে দেশটির খ্যাতনামা তারকাদের উপস্থিতি নিয়ে।

এই প্রতিবেদনে রোয়ান অ্যাটকিনসনের উপস্থিতির একটি ছবিও পাওয়া যায়। ছবিটিতে তাঁকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির বিবরণ থেকে জানা যায়, রোয়ান অ্যাটকিনসন বৃষ্টির বাধা উপেক্ষা করে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সের ফাইনাল দেখতে গেছেন। ছবিতে তাঁকে সুস্থ–স্বাভাবিকই মনে হচ্ছে। 

ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সের ফাইনালে স্কাই স্পোর্টসে সাক্ষাৎকার দিচ্ছেন মিস্টার বিনকার রেসিং প্রতিযোগিতাটির আয়োজক মোটর স্পোর্টসের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে রোববার (৭ জুলাই) সংবাদমাধ্যমে রোয়ান অ্যাটকিনসনের সাক্ষাৎকার দেওয়ার একটি ছবিও পাওয়া যায়। পরে আরও খুঁজে ‘জিরো রেসিং’ নামের একটি ইউটিউব চ্যানেলে তাঁর এই সাক্ষাৎকারের ভিডিওটি পাওয়া যায়। 

মিস্টার বিন তথা রোয়ান অ্যাটকিনসনের এসব ছবি ও ভিডিও থেকেই বোঝা যায়, রোয়ান অ্যাটকিনসন ২০২৪ সালে এসে অসুস্থতায় শয্যাশায়ী হয়েছেন দাবিতে ভাইরাল দাবি বা ছবি কোনোটিই সঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত