‘যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না’

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ১১: ০৭
আপডেট : ১১ জুন ২০২২, ১০: ০১
Thumbnail image

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি দেয়াললিখন। সেই লেখা দেখে আপনি ‘হায় হায়’ করতে করতে মাথায় হাত দিয়ে বসে পড়তে পারেন। দেয়ালে লেখা, ‘যে মাদক অফার করে না, সে কখনো বন্ধু হতে পারে না।–মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।’
 
মাদকবিরোধী সরকারি প্রতিষ্ঠানের সচেতনতামূলক ক্যাম্পেইনে এমন ভুল! ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই সেটি বিশ্বাস করেছেন। দেদারসে শেয়ার করছেন। নেতিবাচক মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি হাস্যরস ছাপিয়ে কর্তৃপক্ষের উদাসীনতাকেই নির্দেশ করছে। 


মূল ছবিটি ফেসবুকে এক বছরেরও বেশি আগে পোস্ট করতে দেখা যায়ফ্যাক্টচেক
ছবিটি রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তিতে অনুসন্ধান চালিয়ে দেখা গেল, ‘যা দেখছি আসলে তা-তা না’। কেউ কারসাজি করে প্রযুক্তির সহায়তায় ছবিটিকে বিকৃত করে পোস্ট করেছিলেন। এরপর কান নিয়েছে চিলে মনে করে সেই ছবি পোস্ট করছেন অন্যরা। 

যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি সাম্প্রতিক হলেও এর মূল ছবিটি ফেসবুকে এক বছরেরও বেশি আগে পোস্ট করতে দেখা যায়। ‘স্টার ক্লাব বেলাগাঁও জুড়ী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের ২১ জানুয়ারি পোস্ট করা ছবিতে লেখা আছে, ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না’। অন্য একটি ফেসবুক আইডিতেও ২০২১ সালের ২৪ জানুয়ারি একই লেখা সংবলিত ছবিটি পোস্ট করতে দেখা যায়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে মাদকবিরোধী স্লোগানের একটি তালিকা খুঁজে পাওয়া যায়। তালিকার ৩২ নম্বরে ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না’ স্লোগানটি খুঁজে পাওয়া যায়। 
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে মাদকবিরোধী স্লোগানের তালিকাইন্টারনেটে অনুসন্ধান করে অন্য কয়েকটি জেলার মাদকবিরোধী প্রচারণায়ও একই স্লোগান সংবলিত দেয়াললিখন, ব্যানারফেস্টুন খুঁজে পাওয়া যায়। 

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আকুব্বার আলীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার ফ্যাক্টচেক ডেস্কের। তিনি জানান, ‘দেয়াললিখনটি বেশ আগের। সেখানে লেখা ছিল ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না।’ তিনি যোগ করেন, ‘স্লোগানটি তাঁদের অধিদপ্তরের তালিকাভুক্ত। কে বা কারা ওই দেয়াললিখনের একটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।’ 

অন্য কয়েকটি জেলার মাদকবিরোধী প্রচারণায় একই স্লোগান ব্যবহার করা হয়েছেসিদ্ধান্ত
কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সতর্কতামূলক প্রচারণার অংশ হিসেবে ‘যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না’ শীর্ষক দেয়াললিখনের ছবি প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘না’ শব্দটি যোগ করে বিকৃত করা হয়েছে। পরে সম্পাদিত ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত