ফ্যাক্টচেক /আজারবাইজানে বিমান বিধ্বস্তের আগের দৃশ্য দাবিতে ভিন্ন ভিডিও ভাইরাল

ফ্যাক্টচেক  ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৯: ২৯
Thumbnail image
কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগের দৃশ্য দাবিতে ভাইরাল ভিডিও

গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতরের মতো দেখতে একটি জায়গায় যাত্রীরা ভয়ে ভয়ে ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ছেন। ক্যাপশনে লেখা আছে, ‘আজারবাইজান এ বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানের ভেতর এর দৃশ্য।’

বীথি ইসলাম (Bithe Islam) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ৪৭টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি প্রায় হাজারবার দেখা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে ইনফো ট্রাফিক আলজেরিয়া (Info Trafic Algérie) নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়।

আলজিয়ার্স থেকে ইস্তাম্বুলের রুটের ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটির সময় যাত্রীদের ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ার দৃশ্য
আলজিয়ার্স থেকে ইস্তাম্বুলের রুটের ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটির সময় যাত্রীদের ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ার দৃশ্য

পোস্টটির ক্যাপশনে লেখা, সে সময় আলজেরিয়ার আলজিয়ার্স থেকে তুরস্কের ইস্তাম্বুলের মধ্যকার এএইচ ৩০১৮ নং ফ্লাইটের বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। এর কারণে বিমানে থাকা যাত্রী ও স্টাফদের নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের এক ঘণ্টা পর চালক বিমানটি আলজেরিয়ার হাউয়ারি বোমেডিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ ছাড়া ভিডিওটিতে যাত্রীদের ‘আল্লাহু আকবার’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে শোনা যায়।

অর্থাৎ, গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এসব তথ্যের সূত্র ধরে আরও অনুসন্ধান করে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আলজেরিয়া প্রেস সার্ভিসে একটি সংবাদ পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকেও উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়।

সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে বিমানের ভেতরের দৃশ্য দাবি করে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত