ফ্যাক্টচেক ডেস্ক
গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতরের মতো দেখতে একটি জায়গায় যাত্রীরা ভয়ে ভয়ে ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ছেন। ক্যাপশনে লেখা আছে, ‘আজারবাইজান এ বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানের ভেতর এর দৃশ্য।’
বীথি ইসলাম (Bithe Islam) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ৪৭টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি প্রায় হাজারবার দেখা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে ইনফো ট্রাফিক আলজেরিয়া (Info Trafic Algérie) নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা, সে সময় আলজেরিয়ার আলজিয়ার্স থেকে তুরস্কের ইস্তাম্বুলের মধ্যকার এএইচ ৩০১৮ নং ফ্লাইটের বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। এর কারণে বিমানে থাকা যাত্রী ও স্টাফদের নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের এক ঘণ্টা পর চালক বিমানটি আলজেরিয়ার হাউয়ারি বোমেডিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ ছাড়া ভিডিওটিতে যাত্রীদের ‘আল্লাহু আকবার’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে শোনা যায়।
অর্থাৎ, গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এসব তথ্যের সূত্র ধরে আরও অনুসন্ধান করে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আলজেরিয়া প্রেস সার্ভিসে একটি সংবাদ পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকেও উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে বিমানের ভেতরের দৃশ্য দাবি করে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতরের মতো দেখতে একটি জায়গায় যাত্রীরা ভয়ে ভয়ে ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ছেন। ক্যাপশনে লেখা আছে, ‘আজারবাইজান এ বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানের ভেতর এর দৃশ্য।’
বীথি ইসলাম (Bithe Islam) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ৪৭টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি প্রায় হাজারবার দেখা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে ইনফো ট্রাফিক আলজেরিয়া (Info Trafic Algérie) নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা, সে সময় আলজেরিয়ার আলজিয়ার্স থেকে তুরস্কের ইস্তাম্বুলের মধ্যকার এএইচ ৩০১৮ নং ফ্লাইটের বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। এর কারণে বিমানে থাকা যাত্রী ও স্টাফদের নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের এক ঘণ্টা পর চালক বিমানটি আলজেরিয়ার হাউয়ারি বোমেডিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ ছাড়া ভিডিওটিতে যাত্রীদের ‘আল্লাহু আকবার’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে শোনা যায়।
অর্থাৎ, গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এসব তথ্যের সূত্র ধরে আরও অনুসন্ধান করে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আলজেরিয়া প্রেস সার্ভিসে একটি সংবাদ পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকেও উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে বিমানের ভেতরের দৃশ্য দাবি করে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
ফিলিস্তিনের গাজা উপাত্যকায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় নিঃস্ব বাস্তুচ্যুতদের জীবন আরও কঠিন করে তুলেছে বৈরী আবহাওয়া। একে তো অনেক শীত, তার ওপর প্রবল বৃষ্টি। বৃষ্টির পানির কারণে গাজা উপাত্যকায় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। বন্যা গাজাবাসীর কষ্ট দ্বিগুন করেছে।
৫ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিলেটি ভাষায় গান গাওয়ার দাবি করা হলেও ফ্যাক্টচেক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, এটি সিলেটি ভাষার গান নয়। ভিডিওটি ফার্সি ভাষায় গাওয়া এবং এটি ইরানের "Tootiya Shop" নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। ভিডিওটি ইরানের হরমোজগান প্রদেশ
৯ ঘণ্টা আগেশীতকালে অন্যতম একটি রোগ হচ্ছে চোখ ওঠা। চিকিৎসা বিজ্ঞানে এই রোগের নাম কনজাংটিভাইটিস। এটি ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। এই রোগটি রেড/পিংক আই নামেও পরিচিত। এটিযে শুধু শীতকালে ছড়ায় এমন নয়। কনজাংটিভাইটিস বছরের যেকোনো সময়েই ছড়াতে পারে।
১১ ঘণ্টা আগেগত বছরের শুরুতে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ক্রিকেটার শোয়েব মালিক। এই বিয়ের পরেই নানা জল্পনা-কল্পনার পর নেটিজেনরা নিশ্চিত হয় যে সানিয়া মির্জারর সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তা ছাড়া সানিয়া মির্জার বাবাও তখন শোয়েব মালিকের সঙ্গে তাঁর
১ দিন আগে