ফ্যাক্টচেক ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পাল্টাপাল্টি কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনের মাঠ। আজ সোমবার আবার নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন। ঠিক সে সময় ফেসবুকে ওই দুই নেতার পুরোনো একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, আইভির মাথায় হাত রেখেছেন শামীম ওসমান। ক্যাপশনে দাবি করা হচ্ছে, নৌকা মার্কাকে পাস করানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন শামীম ওসমান। লেখা হচ্ছে, ‘আমাদের সকলের শিক্ষা নেওয়ায় উচিত, সিনিয়রদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।’
পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, সমর্থন জানাতেই নারায়ণগঞ্জে নৌকা মার্কার সিটি মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় গেছেন এই আলোচিত সংসদ সদস্য।
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তিতে অনুসন্ধান করে দেখে গেছে, এটি সাম্প্রতিক ছবি নয়। গত ২৭ জুলাই মায়ের মৃত্যুশোকে কাতর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে গিয়ে তাঁকে সমবেদনা জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় শামীম ওসমানের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই দিন আইভীর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তিনি। আইভীর বাড়িতে প্রায় আধ ঘণ্টা অবস্থান করেন সংসদ সদস্য শামীম ওসমান।
সম্প্রতি নাসিক নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জের এই দুই নেতার মধ্যে কথার লড়াই চূড়ান্ত আকার ধারণ করে। প্রতিপক্ষ বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে শামীম ওসমান অবস্থান করছেন মর্মেও খবর প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। এ প্রেক্ষাপটে শামীম ওসমান নৌকার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করতে আজ সোমবার সংবাদ সম্মেলন করেন। এতে আইভী উপস্থিত ছিলেন না। আইভীর মাথায় হাত রেখে আশ্বস্ত করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
ফেসবুকে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিসহ মেয়র আইভী ও শামীম ওসমানের এই সাক্ষাতের খবর বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছিল। আলোচিত ছবিসহ এ-সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন দিতে সম্প্রতি আইভীর বাসায় যাননি শামীম ওসমান। ফেসবুকে ওই দাবিতে ভাইরাল হওয়া ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
আরও পড়ুন ফ্যাক্টচেক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পাল্টাপাল্টি কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনের মাঠ। আজ সোমবার আবার নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন। ঠিক সে সময় ফেসবুকে ওই দুই নেতার পুরোনো একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, আইভির মাথায় হাত রেখেছেন শামীম ওসমান। ক্যাপশনে দাবি করা হচ্ছে, নৌকা মার্কাকে পাস করানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন শামীম ওসমান। লেখা হচ্ছে, ‘আমাদের সকলের শিক্ষা নেওয়ায় উচিত, সিনিয়রদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।’
পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, সমর্থন জানাতেই নারায়ণগঞ্জে নৌকা মার্কার সিটি মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় গেছেন এই আলোচিত সংসদ সদস্য।
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তিতে অনুসন্ধান করে দেখে গেছে, এটি সাম্প্রতিক ছবি নয়। গত ২৭ জুলাই মায়ের মৃত্যুশোকে কাতর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে গিয়ে তাঁকে সমবেদনা জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় শামীম ওসমানের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই দিন আইভীর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তিনি। আইভীর বাড়িতে প্রায় আধ ঘণ্টা অবস্থান করেন সংসদ সদস্য শামীম ওসমান।
সম্প্রতি নাসিক নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জের এই দুই নেতার মধ্যে কথার লড়াই চূড়ান্ত আকার ধারণ করে। প্রতিপক্ষ বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে শামীম ওসমান অবস্থান করছেন মর্মেও খবর প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। এ প্রেক্ষাপটে শামীম ওসমান নৌকার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করতে আজ সোমবার সংবাদ সম্মেলন করেন। এতে আইভী উপস্থিত ছিলেন না। আইভীর মাথায় হাত রেখে আশ্বস্ত করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
ফেসবুকে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিসহ মেয়র আইভী ও শামীম ওসমানের এই সাক্ষাতের খবর বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছিল। আলোচিত ছবিসহ এ-সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন দিতে সম্প্রতি আইভীর বাসায় যাননি শামীম ওসমান। ফেসবুকে ওই দাবিতে ভাইরাল হওয়া ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
আরও পড়ুন ফ্যাক্টচেক:
পাকিস্তানি এক তরুণ মাকে বিয়ে করেছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজে থাকা এক নারীর পাশে এক তরুণী বসে আছেন। ভিডিওর ক্যাপশনে লেখা আছে....
১ ঘণ্টা আগেগত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য...
৫ ঘণ্টা আগেছাত্র–জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি নানা কনটেন্ট ভারতীয়...
১ দিন আগেইতালীয় এক তরুণীর সঙ্গে বাংলাদেশি এক তরুণ র্যাপ গান গাচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে একজন তরুণী ভিন্ন ভাষায় গান করছেন। এরপর একজন তরুণ সেই তরুণীর সঙ্গে তাল মিলিয়ে একই ভাষায় গলা মেলাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পুরো ইতলি গরম করে দিছে। আমাদের বা
১ দিন আগে