ফ্যাক্টচেক ডেস্ক
‘রাজধানীতে কাচ্চি বিরিয়ানির নামে খাওয়ানো হচ্ছে ‘কুত্তা বিরিয়ানি’। কাচ্চি বিরিয়ানি লাভারদের আমন্ত্রণ’— এই শিরোনামে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বস্তাবন্দী অনেকগুলো কুকুর উদ্ধার করা হয়েছে, একইসঙ্গে কুকুর পাচারকারীদেরও আটক করা হয়েছে। ভিডিওটিতে একজন সিলেটের আঞ্চলিক ভাষার কাছাকাছি উচ্চারণে কথা বলছেন।
গত বুধবার (২৬ মে) ‘Shakh Faysal’ নামের একটি পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এটি আজ বুধবার (৫ জুন) বিকেল ৪টা পর্যন্ত ৫৮ লাখ দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৫২ হাজারের বেশি। ‘a to z ইলেকট্রনিক্স & রিফ্রিজারেশন’ নামের ১ লাখ ৭৬ হাজার সদস্যের একটি গ্রুপ থেকেও ভিডিওটি ভাইরাল হয়। এই গ্রুপের পোস্টের কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভিডিওটি বাংলাদেশের সিলেটের দাবি করে মন্তব্য করছেন।
২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এতে দেখা যায়, এক ব্যক্তি বলছেন, আশ্রয় নামের একটি সংগঠন গোপন সংবাদের ভিত্তিতে পাচারের সময় ছোট–বড় ১৪টি কুকুর উদ্ধার করেছে। ভিডিতে ওই ব্যক্তিকে করিমগঞ্জ নামে একটি স্থানের নাম বলতে শোনা যায়। ভিডিওটির ২ মিনিট ১৩ সেকেন্ড সময়কালে পাচারকাজে ব্যবহৃত একটি গাড়িও দেখানো হয়, যার নম্বর ‘AS 10E 2913 ’।
এই সূত্রে কি–ওয়ার্ড অনুসন্ধানে আসামভিত্তিক সংবাদমাধ্যম কেআরসি টাইমসে গত ২৩ মে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। সেটি থেকে জানা যায়, ভারতের আসামের শিলচরের কাছাড় পুলিশ পাচারের সময় ১৪টি কুকুর উদ্ধার করেছে। আশ্রয় অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব করিমগঞ্জ ও শিলচরের স্পর্শ অর্গানাইজেশনের সহায়তায় কুকুরগুলোকে উদ্ধার করা হয়। কুকুরগুলোকে মাংস হিসেবে বিক্রি করার জন্য আসামের আলগাপুর থেকে থেকে মিজোরামে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় তিনজনকে আটকও করেছে পুলিশ।
অনুসন্ধানে দেখা যায়, আটককৃত ব্যক্তিদের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা কুকুর পাচারকারীদের চেহারার মিল রয়েছে।
পরে আরও খুঁজে ‘আশ্রয়–করিমগঞ্জ (Ashroy–Karimganj)’ নামের একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। পেজের পরিচয় থেকে জানা যায়, ‘আশ্রয়–করিমগঞ্জ’ আসাম থেকে পরিচালিত প্রাণী সুরক্ষায় কাজ করা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটির পেজে গত ২২ মে ভিডিওটি লাইভ হিসেবে প্রচার করা হয়। প্রায় সাড়ে ১০ মিনিটের লাইভ ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আরও একটি কুকুর পাচারের ঘটনা... ১৪টি কুকুর উদ্ধার।’
এই লাইভ ভিডিওটিরই ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ক্লিপ গত ২৪ মে পুনরায় পেজটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, গত ২২ মে পাচারের সময় টিম আশ্রয় ১৪টি কুকুর উদ্ধার করেছে। কুকুরগুলোর বর্তমানে ভালো আছে এবং এদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে। এই কাজে সহযোগিতা করেছে ‘স্পর্শ–টাচ দ্য অ্যানিমেলস’ নামের আরেকটি প্রতিষ্ঠান।
এসব তথ্য-উপাত্ত থেকে এটি স্পষ্ট, বস্তাবন্দী করে কুকুর পাচারের ঘটনাটি বাংলাদেশের নয়, এটি ভারতের আসামের ঘটনা এবং কুকুরগুলোকেও ভারতেরই আরেকটি রাজ্য মিজোরামে পাচার করা হচ্ছিল।
‘রাজধানীতে কাচ্চি বিরিয়ানির নামে খাওয়ানো হচ্ছে ‘কুত্তা বিরিয়ানি’। কাচ্চি বিরিয়ানি লাভারদের আমন্ত্রণ’— এই শিরোনামে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বস্তাবন্দী অনেকগুলো কুকুর উদ্ধার করা হয়েছে, একইসঙ্গে কুকুর পাচারকারীদেরও আটক করা হয়েছে। ভিডিওটিতে একজন সিলেটের আঞ্চলিক ভাষার কাছাকাছি উচ্চারণে কথা বলছেন।
গত বুধবার (২৬ মে) ‘Shakh Faysal’ নামের একটি পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এটি আজ বুধবার (৫ জুন) বিকেল ৪টা পর্যন্ত ৫৮ লাখ দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৫২ হাজারের বেশি। ‘a to z ইলেকট্রনিক্স & রিফ্রিজারেশন’ নামের ১ লাখ ৭৬ হাজার সদস্যের একটি গ্রুপ থেকেও ভিডিওটি ভাইরাল হয়। এই গ্রুপের পোস্টের কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভিডিওটি বাংলাদেশের সিলেটের দাবি করে মন্তব্য করছেন।
২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এতে দেখা যায়, এক ব্যক্তি বলছেন, আশ্রয় নামের একটি সংগঠন গোপন সংবাদের ভিত্তিতে পাচারের সময় ছোট–বড় ১৪টি কুকুর উদ্ধার করেছে। ভিডিতে ওই ব্যক্তিকে করিমগঞ্জ নামে একটি স্থানের নাম বলতে শোনা যায়। ভিডিওটির ২ মিনিট ১৩ সেকেন্ড সময়কালে পাচারকাজে ব্যবহৃত একটি গাড়িও দেখানো হয়, যার নম্বর ‘AS 10E 2913 ’।
এই সূত্রে কি–ওয়ার্ড অনুসন্ধানে আসামভিত্তিক সংবাদমাধ্যম কেআরসি টাইমসে গত ২৩ মে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। সেটি থেকে জানা যায়, ভারতের আসামের শিলচরের কাছাড় পুলিশ পাচারের সময় ১৪টি কুকুর উদ্ধার করেছে। আশ্রয় অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব করিমগঞ্জ ও শিলচরের স্পর্শ অর্গানাইজেশনের সহায়তায় কুকুরগুলোকে উদ্ধার করা হয়। কুকুরগুলোকে মাংস হিসেবে বিক্রি করার জন্য আসামের আলগাপুর থেকে থেকে মিজোরামে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় তিনজনকে আটকও করেছে পুলিশ।
অনুসন্ধানে দেখা যায়, আটককৃত ব্যক্তিদের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা কুকুর পাচারকারীদের চেহারার মিল রয়েছে।
পরে আরও খুঁজে ‘আশ্রয়–করিমগঞ্জ (Ashroy–Karimganj)’ নামের একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। পেজের পরিচয় থেকে জানা যায়, ‘আশ্রয়–করিমগঞ্জ’ আসাম থেকে পরিচালিত প্রাণী সুরক্ষায় কাজ করা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটির পেজে গত ২২ মে ভিডিওটি লাইভ হিসেবে প্রচার করা হয়। প্রায় সাড়ে ১০ মিনিটের লাইভ ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আরও একটি কুকুর পাচারের ঘটনা... ১৪টি কুকুর উদ্ধার।’
এই লাইভ ভিডিওটিরই ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ক্লিপ গত ২৪ মে পুনরায় পেজটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, গত ২২ মে পাচারের সময় টিম আশ্রয় ১৪টি কুকুর উদ্ধার করেছে। কুকুরগুলোর বর্তমানে ভালো আছে এবং এদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে। এই কাজে সহযোগিতা করেছে ‘স্পর্শ–টাচ দ্য অ্যানিমেলস’ নামের আরেকটি প্রতিষ্ঠান।
এসব তথ্য-উপাত্ত থেকে এটি স্পষ্ট, বস্তাবন্দী করে কুকুর পাচারের ঘটনাটি বাংলাদেশের নয়, এটি ভারতের আসামের ঘটনা এবং কুকুরগুলোকেও ভারতেরই আরেকটি রাজ্য মিজোরামে পাচার করা হচ্ছিল।
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
৮ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৪ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে